ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আপের কেউ সহিংসতায় জড়ালে দ্বিগুণ শাস্তি’

প্রকাশিত: ০৭:৪৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০

 ‘আপের কেউ সহিংসতায় জড়ালে দ্বিগুণ শাস্তি’

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ছড়িয়ে পড়া সংঘর্ষে আম আদমি পার্টির (আপ) কেউ জড়িত থাকলে তাকে দ্বিগুণ শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পার্টি প্রধান ও দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইন্টেলিজেন্স ব্যুরোর এক সদস্য অঙ্কিত শর্মা নিহতের ঘটনায় আম আদমি পার্টির নেতা তাহির হোসেনের নাম উঠে আসার পর তিনি এ হুঁশিয়ারি দেন। ইন্ডিয়া টুডে। কেজরিওয়াল বলেন, সহিংসতার মদতে যদি আমার মন্ত্রিসভার কেউ জড়িত থাকেন, তাহলে তাকে শাস্তি দেয়া হবে। দলের কেউ জড়িত থাকলে দ্বিগুণ শাস্তি দেয়া হবে। নিহত অঙ্কিতের পরিবারের পক্ষ থেকে তার নিহতের ঘটনায় তাহিরকে মদদ দেয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। দেশটিতে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষ এবং বিপক্ষের দু’টি গ্রুপ শনিবার প্রকাশ্যে বিবাদে জড়িয়ে পড়ে। যাতে এখন পর্যন্ত ৩৫ জন পর্যন্ত নিহত হয়েছেন।
×