ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে শিক্ষক আটক

প্রকাশিত: ০৫:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২০

মাদারীপুরে শিক্ষক আটক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরের রাজৈরে এক শরীরচর্চা শিক্ষক শুধাংশু কুমার হিরার বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে । ঘটনাটি প্রকাশ পাওয়ার সাথে সাথে ছাত্রীর স্বজন ও এলাকাবাসি ওই শিক্ষককে ধাওয়া করে ধরে বেদম মারপিট করে এবং গলায় জুতার মালা পড়িয়ে স্থানীয় পুলিশে সোপর্দ করে। এসময় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে উপস্থিত ছাত্র/ছাত্রী ও এলাকাবাসি বিক্ষোভ মিছিল করে । পরে শাস্তির আশ্বাস দিলে ছাত্ররা আন্দোলন ও মিছিল বন্ধ করে দেয়। আজ শুক্রবার সকালে উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসি ও বিদ্যালয় সুত্র জানায়, শুক্রবার সকালে রাজৈর উপজেলার কবিরাজপুর শিহাব মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের শিক্ষক শুধাংশু কুমার হিরা (৪৫) ৩ থেকে ৪জন ছাত্রীকে প্রাইভেট পড়ায় । প্রাইভেট পড়া শেষে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে কথা আছে বলে বিদ্যালয়ের দোতালায় ডেকে নিয়ে যায় এবং শ্লীলতাহানি করে। এ ঘটনা ওই ছাত্রী বাড়ি গিয়ে মা,কে জানালে মা স্বজনদের জানায়। এঘটনা প্রকাশ হলে অভিযুক্ত শিক্ষক শুধাংশ কুমার হিরা পালিয়ে যেতে চেষ্টা করে। পরে তার স্বজন ও এলাকাবাসি অভিযুক্ত শিক্ষককে ধাওয়া করে ধরে বেদম মারপিট শেষে জুতার মালা পড়িয়ে পুলিশে সোপর্দ করে । এসময় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ছাত্র ও এলাকাবাসি বিক্ষোভ মিছিল করে । শাস্তির আশ্বাস দিলে ছাত্ররা আন্দোলন ও মিছিল বন্ধ করে দেয়। উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অন্যান্য আইনী প্রক্রিয়া ছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ওসি খোন্দকার শওকত জাহান জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় এনেছি। জিজ্ঞাসাবাদের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
×