ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে শহিদ সেলিমের মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত: ০৪:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০

বাউফলে শহিদ সেলিমের মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ স্বৈরচার বিরোধী আন্দোলনে নিহত শহিদ সেলিমের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি বাউফলের নাজিরপুর দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ওই দিন দুপুর ১টায় জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি শহিদ সেলিমের সমাধিতে পুস্প স্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএনও জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারফ হোসেন খান, শহিদ সেলিমের ভাই ইব্রাহিম সেলিম। এ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার ফুল বাড়িয়ায় এলাকায় স্বৈরচার বিরোধী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিলে পুলিশের গাড়ি উঠিয়ে দিলে ঘটনাস্থলেই শহীদ হন সুর্যসেন হল শাখার ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম সেলিম ও তার সহযোদ্ধা দেলোয়ার।
×