ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পূর্বাচলে আইকনিক টাওয়ারে বিনিয়োগের আশ্বাস আরব আমিরাতের

প্রকাশিত: ১১:৪৩, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 পূর্বাচলে আইকনিক টাওয়ারে বিনিয়োগের আশ্বাস আরব আমিরাতের

অর্থনৈতিক রিপোর্টার ॥ পূর্বাচল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট (সিবিডি) নামে রাজউকের আইকনিক টাওয়ার তৈরি করার কাজটি দরপত্রের মাধ্যমে সিকদার গ্রুপ ও জাপানের কাজিমা কর্পোরেশন যৌথভাবে নির্বাচিত হয়। সিবিডিতে নির্মিতব্য যে আইকনিক টাওয়ার হতে যাচ্ছে সেখানে নির্মাণ করা হবে বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনের স্মৃতিতে ৫২তলা ভবন। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে গড়ে তোলা হচ্ছে ৭১তলা ভবন। প্রধানমন্ত্রী শেখ হািসনার লিগ্যাসি স্মরণে ৯৬ তলায় মিউজিয়ামসহ গড়ে উঠবে দেশের বৃহত্তম ১১১তলা ভবন। আইকনিক এই তিনটি ভবনের পাশাপাশি এখানে গড়ে উঠবে ৪০ তলার আরও ৪১ ভবন। প্রায় ৯৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের ইতোমধ্যেই প্রায় ৬০ হাজার কোটি টাকার বিদেশী বিনেয়োগের সংস্থান করা হয়েছে। এসব প্রকল্পে বিদেশী বিনোয়াগ আকৃষ্ট করতেই সংযুক্ত আরব আমিরাত এবং ম্যানিলাতে এবার সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদারের নেতৃত্বে বিনিয়োগ সভা অনুষ্ঠিত হয়। আজমান-এর ক্রাউন প্রিন্স মান্যবর শেখ রশিদ বিন আহমেদ বিন রশিদ আল নুয়াইমির ভাই মান্যবর শেখ আহমেদ বিন রশিদ আল নুয়াইমি সিবিডি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দেন। বিনিয়োগ সভাতে শেখ মারওয়ান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাক্তউমের ব্যবসায়িক পরিচালক আরেফ আহমেদ আল জারউনি সিবিডি প্রকল্পে বিনিয়োগের আশ্বাস দেন। প্রায় রাজকীয় সম্মানে দুই দেশে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদারকে উষ্ণ আতিথিয়তা প্রদান করা হয়।
×