ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি চালু

প্রকাশিত: ১১:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 বেনাপোল বন্দরে আমদানি-রফতানি চালু

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দুপুরে ফের স্বাভাবিক হয়েছে বেনাপোল বন্দরের আমদানি-রফতানি পরিস্থিতি। দুদেশের বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে সমঝোতার পর শুরু হয় আমদানি-রফতানি। এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট স্টাফদের ভারতে প্রবেশ করতে না দেয়ায় মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দরে সকল ধরনের আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। বেনাপোল সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, মঙ্গলবার সকালে কর্মচারীরা মালামাল রফতানির জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে বিএসএফের বাধার মুখে পড়ে তারা। যে কারণে মুহূতের্র মধ্যে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। পরে তারা ও কর্তৃপক্ষ ভারতের সঙ্গে যোগাযোগ করে। পরে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে।
×