ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম আইসিডিতে শ্রমিক ধর্মঘটে বন্দর অচল

প্রকাশিত: ১০:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

  চট্টগ্রাম আইসিডিতে শ্রমিক ধর্মঘটে বন্দর অচল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিয়োগপত্র ও ন্যূনতম মজুরি ঘোষণাসহ বিভিন্ন দাবিতে প্রাইম মুভার শ্রমিকদের কর্মবিরতিতে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে বন্দর থেকে আইসিডিতে (ইনল্যান্ড কন্টেনার ডিপো) কন্টেনার পরিবহন। বুধবার সকাল থেকে শুরু হওয়া কর্মসূচীর দ্বিতীয়দিন অতিবাহিত হয় বৃহস্পতিবার। পরিস্থিতি থেকে উত্তরণে কোন ধরনের আলোচনার প্রক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। ফলে কর্মসূচী আরও কতটা দীর্ঘায়িত হয় তা নিয়ে উদ্বিগ্ন আমদানি-রফতানির সঙ্গে সংশ্লিষ্টরা। চাকরিতে নিয়োগপত্র ও সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ১৯ বেসরকারী আইসিডির শ্রমিকরা হঠাৎ করে কর্মসূচীতে যায়। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় কর্মবিরতি। বৃহস্পতিবার পর্যন্ত দুদিন বন্দর থেকে ডিপোতে কোন কন্টেনার আসেনি এবং ডিপো থেকে বন্দরেও কোন কন্টেনার যায়নি। দাবি মানা না হলে কর্মসূচী থেকে সরবে না বলে জানিয়ে দিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলর শ্রমিক ইউনিয়ন। শ্রমিকদের এমন অনড় অবস্থার বিপরীতে আইসিডিগুলোও অনেকটা অনড়। সঙ্কটের সুরাহা কিভাবে হবে তা নিয়ে চিন্তিত বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারীরা।
×