ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝলক

প্রকাশিত: ১০:২৭, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 ঝলক

প্লাস্টিক নিয়ে মারামারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লা জোলা চিলড্রেনস পুলে সম্প্রতি গিয়েছিলেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার জেনিফার লেই। সেখানে তিনি বাচ্চা সিলের বিরল মুহূর্ত ক্যামেরাবন্দী করার কথা ভেবেছিলেন। তবে সিলের পাশাপাশি তার চোখের সামনে আরও যা ঘটেছে তাই-ই তিনি ক্যামেরাবন্দী করেছেন। জেনিফার দেখেন দুটি পূর্ণবয়স্ক সিগাল নিজেদের মধ্যে মারামারি করছে। বিচে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তু নিয়ে তারা লড়াই করছে। একটি ডিলডো নিয়ে লড়াই করছে তারা। জেনিফার একটি সংবাদমাধ্যমকে বলেছেন, লড়াইয়ের বস্তুটি সবার সামনে না দেখানোর মতো হলেও, প্লাটিক দূষণ কি ভয়ানক পর্যায়ে পৌঁছেছে তা দেখিয়ে দিচ্ছে এই ছবি। -সিএনবিসি সোনালি জালের মাকড়সা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে সম্প্রতি সোনালি জালের এক মাকড়সা আবিষ্কৃত হয়েছে। তেমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, সোনালি সুতার জালে বসে রয়েছে একটি মাকড়সা। তার পিছনে দেখা যাচ্ছে এক ব্যক্তির হাত। মাকড়সাটির আকার বোঝাতে ওই ব্যক্তি তার পিছনে হাত মেলে ধরেছেন। আর মাকড়সাটির ছায়া পড়েছে তার হাতে। যার আকার প্রায় ওই ব্যক্তির হাতের সমান। ফলে সহজেই অনুমান করা যায় যে মাকড়সাটি বিশাল আকারের। গোলিথ বার্ডইটার নামে এক প্রজাতির মাকড়সা রয়েছে যারা ছোট পাখি ধরে খেয়ে ফেলে। আরও একটি দেত্যাকার মাকড়সা হলো নেফিলা। যে মাকড়সার ছবি পোস্ট করা হয়েছে সেটি নেফিলার ছবি। এদের আরও একটি নাম রয়েছে, গোল্ডেন সিল্ক ওরব-ওয়েভার (সোনালি সিল্কের তাঁতি)। আসলে এই নামের কারণ এদের জালের রং। -রেডিট
×