ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাপিয়ার মামলা ডিবিতে হস্তান্তর

প্রকাশিত: ১০:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 পাপিয়ার মামলা ডিবিতে হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ শামীমা নূর পাপিয়ার সঙ্গে কারা জড়িত ও ইন্ধনদাতা কারা, তার অর্থের উৎস কী, তার এত বেপরোয়া হওয়ার পেছনে শক্তির উৎস কী। এসব নানা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ। বুধবার রাতে পাপিয়ার বিরুদ্ধে মামলাগুলো ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে পাপিয়া-সুমন দম্পতিসহ চারজনকে ১৫ দিনের রিমান্ডে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে পাপিয়াকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় রয়েছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুর ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, পাপিয়ার বিরুদ্ধে র‌্যাব তিনটি মামলা করেছে। ওইসব মামলায় পাপিয়া এখন ১৫ দিনের রিমান্ডে।
×