ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহল্লাকেন্দ্রিক দ্বন্দ্ব

হাতিরঝিলে একজন খুন

প্রকাশিত: ১০:২৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 হাতিরঝিলে একজন খুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাতিরঝিল এলাকার বউবাজার-মগবাজার-মধুবাগের উঠতি বয়সী ছেলেদের মধ্যে দ্বন্দ্বে রাকিব হাসনাত শিপন (১৮) নামের এক ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতভর অভিযান চালিয়ে শিপন হত্যাকাণ্ডে জড়িত আজাদ, সুজন ও ইব্রাহিম নামে তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আবদুল বাতেন এসব কথা বলেন। ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, শিপনকে হত্যার কারণ মহল্লাকেন্দ্রিক দ্বন্দ্ব। বুধবার রাতে ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। আবদুল বাতেন জানান, হাতিরঝিলে বেগুনবাড়ি ও মধুবাগ এই দুই এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এখানকার উঠতি বয়সী ছেলের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকতো। মধুবাগ এলাকার একটি মেয়ের সঙ্গে বেগুনবাড়ির আজাদের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে ২১ ফেব্রুয়ারি ওই মেয়ের বাসায় আজাদের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে যায়। বেগুনবাড়ির ছেলে মধুবাগ এলাকার মেয়েকে বিয়ে করবে এই ভেবে মধুবাগের ছেলেরা ক্ষিপ্ত হয়ে আজাদ ও তার পরিবারকে অপমান করে। ওই ঘটনার জের ধরে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছায়। এরই জের ধরেই শিপন হত্যাকাণ্ড সংঘটিত হয়।
×