ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসকে হারিয়ে স্বপ্ন দেখছে লিঁও

প্রকাশিত: ০৯:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 জুভেন্টাসকে হারিয়ে স্বপ্ন দেখছে লিঁও

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ক্লাব ইতিহাসে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে প্রথমবারের মতো হারানোর কৃতিত্ব দেখিয়েছে ফরাসী ক্লাব অলিম্পিক লিঁও। চারবারের মুখোমুখিতে এই প্রথমবার জিতেছে দলটি। তাও আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মঞ্চে। বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক লিঁও। দলটির হয়ে জয়সূচক গোলটি করেন ফ্রান্সের অনুর্ধ-১৯ দলের মিডফিল্ডার লুকাস টোওসার্ট। প্রাণান্ত চেষ্টা করেও ম্যাচে গোল পায়নি তুরিনের ওল্ডলেডিরা। এর ফলে ২০২০ সালে প্রথমবারের মতো গোলবঞ্চিত থেকেছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন বুনতে শুরু করেছে লিঁও। তবে ফিরতি লেগে জুভেন্টাসের মাঠে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে। ম্যাচটি হবে আগামী ১৭ মার্চ। নকআউট পর্বে উঠে আসা দলগুলোর মধ্যে লিঁওকেই সবচেয়ে দুর্বল ভাবা হচ্ছিল। যে কারণে ম্যাচে জুভেন্টাস ছিল স্পষ্ট ফেবারিট। কিন্তু ফলাফল হয়েছে উল্টো। কোনরকমে এক গোল আদায় করে ম্যাচট জিতে নিয়েছে ফ্রান্সের ক্লাবটি। এ বছর অনুষ্ঠিত ৯টি ম্যাচেই গোল পাওয়া ৩৫ বছর বয়সী রোনাল্ডোর দিকেই তাকিয়ে ছিল জুভ সমর্থকরা। ডিসেম্বরের শুরু থেকে এ পর্যন্ত রোনাল্ডো ১৯টি গোল করেছেন। ১৯৯৬ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর এ পর্যন্ত জুভেন্টাস পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পরাজিত হয়েছে। এবারও তারা দুই যুগের খরা ঘোচানোর স্বপ্ন বুনছে। কিন্তু আপাতত লক্ষ্যটা কঠিনই হয়ে গেছে ইতালিয়ান জায়ান্টদের। লিঁওর রক্ষণভাগে সংঘর্ষে ম্যাথিয়াস ডি লিটের মাথায় আঘাত লাগলে কিছুক্ষণের জন্য জুভেন্টাসকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে। জোরলো আঘাত পাওয়া ডি লিটের বেশ রক্তপাতও হয়েছে। ম্যাচের ৩১ মিনিটে লিঁওর হয়ে গোলটি করেন টোওসাট। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে গঞ্জালো হিগুয়াইন ও এ্যারন রামসেকে নামিয়েও সফল হয়নি তুরিনের জায়ান্টরা। গোল করার মতো ভাল সুযোগই সৃষ্টি করতে পারেনি দলটি। জুভদের দুর্ভাগ্য, পাওলো দিবালার একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। ফলে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লিঁও। এর আগে গত মৌসুমের গ্রুপপর্বে তারা ম্যানচেস্টার সিটিকে পরাজিত করেছিল। ম্যাচশেষে লিঁও কোচ রুডি গার্সিয়া বলেন, আমরা প্রথমার্ধে শীর্ষ পর্যায়ের পারফর্মেন্স দেখিয়েছি। দ্বিতীয়ার্ধে ম্যাচটা আরও কঠিন ছিল। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ায় আমি খুব খুশি। আমি আগেই ছেলেদের বলেছিলাম ঘরের মাঠে প্রথম লেগে খেলতে নামলে একটি বিষয় গুরুত্ব দিতে হবে, কোন গোল হজম করা যাবে না। তারা আমার কথা শুনেছে। আমাদের অবশ্যই মাটিতে পা রাখতে হবে, এখন শুধু অর্ধেক কাজ শেষ হয়েছে। জুভেন্টাস কোচ মরিসিও সারি বলেন, প্রথমার্ধে আমরা কিছুই করতে পারিনি। কোন আক্রমণই আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের দুটি পেনাল্টির আবেদনও নাকচ হয়ে যায়। বিষয়গুলো আসলে আমি এখনও বুঝতে পারছি না। চ্যাম্পিয়ন্স লীগে খেলতে হলে যা করা দরকার তার কিছুই আমরা করতে পারিনি। কিন্তু এখনও ফিরে আসার জন্য আমাদের হাতে পুরো ৯০ মিনিট আছে। জুভ তারকা রোনাল্ডোও ম্যাচটি হেরে হতাশা প্রকাশ করেন।
×