ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেপটাউনে ওয়ার্নার-স্মিথে সিরিজ অসিদের

প্রকাশিত: ০৯:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২০

  কেপটাউনে ওয়ার্নার-স্মিথে সিরিজ অসিদের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর আগে কলঙ্ক নিয়ে কেপটাউনের নিউল্যান্ড ছেড়ে দেশে ফিরেছিলেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এই ভেন্যুতে চলমান টেস্টে বল টেম্পারিং করানোর ঘটনায় অধিনায়ক স্মিথ ও সহঅধিনায়ক ওয়ার্নারকে সিরিজের মাঝপথে দেশে ফিরিয়ে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পরবর্তীতে ১ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন দু’জন। নিষেধাজ্ঞা শেষ করে দলে ফিরেছেন বেশ আগেই। আর দুই বছর পর সেই নিউল্যান্ডসে প্রথমবার খেলতে নেমেছিলেন তারা স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার রাতে। এই মাঠে ওয়ার্নারের ৩৭ বলে ৫৭ এবং স্মিথের ১৫ বলে অপরাজিত ৩০ রানে ৫ উইকেটে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে। জবাবে মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ১৫.৩ ওভারে ৯৬ রানেই গুটিয়ে প্রোটিয়ারা হেরে যায় ৯৭ রানে। ৩ উইকেট নিয়ে স্টার্ক ম্যাচসেরা হলেও জয়ের পর অধিনায়ক এ্যারন ফিঞ্চ ২-১ ব্যবধানে সিরিজ জয়ের কৃতিত্ব দিয়েছেন ওয়ার্নার ও স্মিথকেই। অস্ট্রেলিয়া দলে এ দু’জনের গুরুত্বটা অনেক বেশি বলেই দাবি করেন তিনি। সিরিজের প্রথম দুই টি২০তে একটি করে ম্যাচ জিতে সমতায় ছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। নিউল্যান্ডসে তাই সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দু’দল। এই সেই ভেন্যু যেখান থেকে দুই বছর আগে বল টেম্পারিং ঘটনার কলঙ্ক নিয়ে ১ বছর ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ ও ওয়ার্নার। নিউল্যান্ডসে তাদের ফেরার ম্যাচ ছিল এদিন। টস হেরে আগে ব্যাটিংয়ে নামার পর অধিনায়ক ফিঞ্চের সঙ্গে অসিদের উড়ন্ত সূচনা এনে দেন ওয়ার্নার। ১২০ রানের জুটি গড়েন তারা। উভয়ে অর্ধশতকও পেয়ে যান। ৩৭ বলে ৫ চার, ২ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করে সাজঘরে ফেরেন ওয়ার্নার। পরের ওভারেই ফিঞ্চ ৩৭ বলে ৬ চার, ১ ছক্কায় ৫৫ রানে আউট হয়ে যান ফিঞ্চও। এরপর প্রোটিয়া বোলাররা ঘুরেই দাঁড়িয়েছিলেন দ্রুত ম্যাথু ওয়েড (১০) ও মিচেল মার্শকে (১৯) সাজঘরে ফিরিয়ে। কিন্তু পাঁচে নেমে ঝড় তোলেন স্মিথ। তিনি মাত্র ১৫ বলে ২ ছক্কায় ৩০ রানের অপরাজিত ইনিংস খেললে বড় সংগ্রহ পায় অসিরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান তোলে তারা। প্রোটিয়াদের পক্ষে কেউ বড় ইনিংস খেলতে পারেননি স্টার্কের গতির তোপে। পরবর্তীতে বাঁহাতি স্পিনার এ্যাস্টন এ্যাগার ও লেগস্পিনার এডাম জাম্পা কোন প্রতিরোধও গড়তে দেননি। এই ভেন্যুর সর্বনিম্ন টি২০ সংগ্রহ ৯৬ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ১৫.৩ ওভার ব্যাট করে। স্টার্ক ও এ্যাগার ৩টি করে এবং জাম্পা ২টি উইকেট নেন। ৯৭ রানের বিশাল জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। সিরিজ জয়ের কৃতিত্বটা অধিনায়ক ফিঞ্চ দিয়েছেন অভিজ্ঞ স্মিথ ও ওয়ার্নারকেই। যদিও ফিঞ্চ ব্যাট হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সিরিজের সেরা হয়েছেন, এরপরও তিনি বলেন, ‘যতজনের সঙ্গে খেলেছি সেই (ওয়ার্নার) সবচেয়ে ভাল। এই ফরমেটের খেলায় এবং ওয়ানডেতে ডেভি দীর্ঘ সময় ধরে খুবই ধারাবাহিক। ক্যারিয়ারজুড়ে মিডলঅর্ডারে ৩, ৪ ও ৫ নম্বরে ওয়ার্নারের চেয়ে স্মিথ কিছুটা আলাদা। কিন্তু এই পজিশনে নেমে প্রায় ২০০ স্ট্রাইকরেটে ব্যাট করার সক্ষমতাটা অসাধারণ।’
×