ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লঙ্কানদের লক্ষ্য তিনে তিন

প্রকাশিত: ০৯:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০

  লঙ্কানদের লক্ষ্য তিনে তিন

স্পোর্টস রিপোর্টার ॥ এবার ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের লজ্জায় ডোবানোর পালা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ১৬১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। রোমাঞ্চকর লড়াইয়ে প্রথম ম্যাচে লঙ্কানরা জিতেছিল ১ উইকেটে। ফলে টানা দুই জয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজের শেষ ওয়ানডে রবিবার ক্যান্ডিতে। এ ম্যাচ জিততেই এখন মুখিয়ে আছে লঙ্কানরা। হাম্বানটোটায় ১২৩ বলে ১২৭ করেছেন আভিস্কা ও কুশল মেন্ডিসের ব্যাট থেকে এসেছে ১১৯ বলে ১১৯। শ্রীলঙ্কা ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৫ রান তোলে। ক্যারিবিয়ানদের ইনিংস শেষ হয়ে যায় ১৮৪ রানে। অথচ ম্যাচের শুরুটা দারুণ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং সহায়ক উইকেটে টস জিতে বোলিংয়ে নামে তারা। ইনিংসের তৃতীয় ওভারেই শেলডন কটরেল ধরেন জোড়া শিকার। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারতেœ ক্যাচ দেন পয়েন্টে। শততম ওয়ানডেতে কুসল পেরেরা প্রথম বলেই ক্যাচ দেন উইকেটের পেছনে। আভিস্কা ও মেন্ডিসের জুটি সেখান থেকেই। শুরুতে মেন্ডিস একটু নড়বড়ে ছিলেন। ২ রানে জীবন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড সহজ ক্যাচ ছাড়ায়। পরাস্ত হয়েছেন কয়েকবার। তবে সময়ের সঙ্গে খুঁজে পান ছন্দ। আভিস্কা শুরু থেকেই ছিলেন স্বচ্ছন্দ। দুর্দান্ত সব শটে ক্রমে দুজন বাড়িয়েছেন রানের গতি। ক্যারিবিয়ানদের বোলিং ছিল এলোমেলো, ফিল্ডিং যাচ্ছেতাই। দুই লঙ্কান ব্যাটসম্যান তুলেছেন ফায়দা। দুজনেই পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। প্রায় একই গতিতে এগিয়েছেন দুজন। ৫৬ বলে ফিফটি ছুঁয়েছেন আভিস্কা, ৫৫ বলে মেন্ডিস। ১০৭ বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন মেন্ডিস, ১০৯ বলে আভিস্কা। দুজনের বিদায়ও ছিল কাছাকাছি সময়ে। আলজারি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ১১৯ রানে মেন্ডিসের বিদায়ে ভেঙ্গেছে জুটি। তবে ২৩৯ রানের সেই জুটি ততক্ষণে জায়গা পেয়ে গেছে রেকর্ড বইয়ে। তৃতীয় উইকেটে শ্রীলঙ্কার সেরা জুটি এটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে কোন উইকেটেই লঙ্কানদের সেরা জুটি। জোসেফ পরে ফিরিয়েছেন আভিস্কাকেও। সহজ ক্যাচ ছাড়ার পরের বলে ক্যাচ নিয়েছেন কিমো পল। শেষদিকে প্রত্যাশিতভাবেই ঝড় তুলেছে লঙ্কানরা। থিসারা পেরেরা ২৫ বলে করেছেন ৩৬। ভানিদু হাসারাঙ্গা করেছেন ১০ বলে ১৭, ইসুরু উদানা ৯ বলে ১৭। শেষ ১০ ওভারে এসেছে ৯৯ রান। ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ার শুরুটায় ছিল ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত। শাই হোপ ও সুনীল আমব্রিস উদ্বোধনী জুটিতে তোলেন ৬৪ রান। আমব্রিসের রান আউটে এই জুটি ভাঙ্গার পর তারা উইকেট হারিয়েছে নিয়মিত। আর কোন জুটি ৪০ ছুঁতেও পারেনি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হোপ এবার করেছেন ইনিংসের একমাত্র ফিফটি। লেগস্পিনার হাসারাঙ্গা ও চায়নাম্যান লাকশান সান্দাকানের সামনে মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন আপ। খেলতে পারেনি তারা ৪০ ওভারও।
×