ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নদী দূষণ রোধে মানববন্ধন

প্রকাশিত: ০৯:০৬, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 নদী দূষণ রোধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদীর দখল ও দূষণ রোধে এবং শীতলক্ষ্যাকে বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ নগরীর এক নং খেয়াঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাসিনা পারভীন ও সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুনসহ অন্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর দুই তীরে ও আশপাশের এলাকায় অপরিকল্পিতভাবে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং শিল্পবর্জ্য ও তরলবর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে।
×