ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কেন্দ্র ও রাজ্য সরকার ॥ সোনিয়া গান্ধী

প্রকাশিত: ০৯:০২, ২৮ ফেব্রুয়ারি ২০২০

 নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কেন্দ্র ও রাজ্য সরকার ॥ সোনিয়া গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সোনিয়া গান্ধী বলেছেন, ক্ষোভের আগুনে পুড়ছিল রাজধানী দিল্লী। এ সময় ভারতের কেন্দ্রীয় ও দিল্লীর রাজ্য সরকার স্রেফ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দায়িত্বে অবহেলা করেছেন। সোনিয়া গান্ধী বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতে এসব মন্তব্য করেন। খবর পিটিআই অনলাইনের। সোনিয়ার সঙ্গে এ সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ দলটির অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। মনমোহন সিংহ বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে আর্জি জানাই রাজধর্ম পালনে তিনি নিজের ক্ষমতার ব্যবহার করুন। তিনি দিল্লীর হিংসার তীব্র নিন্দা করেছেন। সোনিয়া গান্ধী বিজেপি ও দিল্লী সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্র ও দিল্লীর নবনির্বাচিত সরকার দিল্লী হিংসার নীরব দর্শক। এ সময় কংগ্রেস হিংসার কারণে অমিত শাহর পদত্যাগও দাবি করে। কংগ্রেস রাষ্ট্রপতির কাছে দেয়া এক স্মারকলিপিতে জানিয়েছে, রাষ্ট্রপতি আপনাকে দেশের সংবিধানের সর্বোচ্চ সম্ভাব্য দায়িত্ব দেয়া হয়েছে। সরকারের বিবেক রক্ষক হিসেবে এবং তাদের সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দিয়ে রাজধর্মেও স্তম্ভ হয়ে ওঠা। যার ওপরে কোন সরকার দাঁড়িয়ে থাকে। পাশাপাশি তার কাছে নাগরিকদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি রক্ষা করার আর্জিও জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়িত্ব থেকে অবিলম্বে সরিয়ে দেয়ার আর্জিও জানায় কংগ্রেস।
×