ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘অন্তঃসত্ত্বা’ ভিনদেশী গল্পের ছবি

প্রকাশিত: ১২:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০

‘অন্তঃসত্ত্বা’ ভিনদেশী গল্পের ছবি

‘শুরুটা হয়েছিল অনার্সে ভর্তি হওয়ার পর। মিডিয়ার সঙ্গে জড়িত আমার কিছু বন্ধু ছিল। তাদের সঙ্গে একদিন শূটিং দেখতে গিয়েছিলাম। দেখতে গিয়ে একটা কৌতূহল জন্মেছিল। সেই কৌতূহল থেকেই কাজ শুরু করা। তারপর পরিচিতিদের কয়েকজনের মাধ্যমে ফটোশূট করি। সেগুলো বিভিন্ন এজেন্সিতে জমা দেই। এরপর কয়েকটি বিজ্ঞাপনে কাজ করি। মিডিয়ার পথচলার শুরুটা জানতে চাইলে এমনটাই বলেন শোবিজের নবীন মুখ ইমরান আহমেদ।’ নরসিংদীতে বেড়ে ওঠেন ইমরান। এক সময় ঢাকায় এসে ছোটেন স্বপ্নর পেছনে। সম্প্রতি একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন ইমরান। ছবির নাম ‘অন্তঃসত্ত্বা’। খ্যাতিমান ইতালিয়ান লেখক ও সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির ছোটগল্প ‘লেলটার টু এ চাইল্ড নেভার বর্ন’- এর ছায়াবলম্বনে নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা ‘অন্তঃসত্ত্বা’। পরিচালনা করবেন মোহাম্মদ সাঈদুর রহমান ও মোহাম্মদ মিজানুর রহমান। ছবির কেন্দ্রীয় চরিত্রে ইমরান অভিনয় করবেন। এরইমধ্যে গাজীপুরের পুবাইলে কায়সার কটেজে ‘অন্তঃসত্ত্বা’ সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়। মার্চে ছবিটির শূটিং শুরু হবে। প্রথম চলচ্চিত্র নিয়ে ইমরান বলেন, ‘প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। আমি খুবই আনন্দ মনে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষায়। ছবির সঙ্গে যুক্ত সকলকে অনেক ধন্যবাদ জানাই। চমৎকার একটি গল্পে আমাকে অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য। ছবিতে অনেক গুণীশিল্পীরা অভিনয় করবেন। এটাও আমার জন্য প্রাপ্তির।’ নিজের অভিনীত প্রথম চলচ্চিত্র নিয়ে আশাবাদী ইমরান। চলচ্চিত্রের পাশাপাশি অন্য সেক্টরেও নিয়মিত কাজ করতে চাই তিনি।
×