ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনুকূল ঠাকুর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১২:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০

অনুকূল ঠাকুর স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি ডেস্ক ॥ সৎ সঙ্গের প্রাণপুরুষ যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ ১৩২তম আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে ২৮ ও ২৯ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর শাখারীবাজারের পোগোজ ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে এই মহাপুরুষের জীবনী ও বাণী নিয়ে আলোচনা, তার প্রতিকৃতিসহ আনন্দ শোভাযাত্রা, অনুকূলগীতি পরিবেশন, বৈদিক নৃত্য এবং ধর্মীয় নাটক পরিবেশন করবেন। অনুষ্ঠানে সংগঠনের শিল্পীদের পাশাপাশি জাতীয় শিল্পীবৃন্দও সঙ্গীত পরিবেশ করবেন। তার মধ্যে প্রখ্যাত বাউল শিল্পী শফি ম-ল অন্যতম। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন সঙ্গীত পরিচালক শ্রীলিটন দাশ, সাংস্কৃতিক সম্পাদক শ্রীনিলিপ আচার্য্য, নৃত্য পরিচালনা করবেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নৃত্য শিল্পী ও নৃত্য পরিচালক মৈত্রী সরকার এবং নাটক পরিচালনায় হাসান মহারথী। ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, ঢাকা মহানগর শাখার সভাপতি ডাঃ হরেকৃষ্ণ বসু, উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রীপৃথ্বীশ সরকার এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত দেবনাথ। উক্ত অনুষ্ঠানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
×