ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পীর তুলিতে বঙ্গবন্ধু

প্রকাশিত: ১২:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২০

শিল্পীর তুলিতে বঙ্গবন্ধু

সংস্কৃতি ডেস্ক ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে ‘বাংলাদেশ আর্টিস্ট গ্রুপ’ এর আয়োজনে সম্প্রতি ২০-২৪ ফেব্রুয়ারি ‘মুক্তির দূত-২’ শিরোনামে আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খলিদ এমপি। উদ্বোধনী বক্তবে মন্ত্রী বলেন, শিল্পীরা সমাজের দর্পন স্বরূপ। শিল্পী তার সৃজনশীলতা ও প্রতিভা দিয়ে সমাজকে সত্য সুন্দরের পথ দেখায়। বাংলাদেশ আর্টিস্ট গ্রুপ আয়োজিত এ প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শক সমাগম ঘটে। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন বলেন, এ প্রদর্শনীতে বিশ্বের সাত দেশের শিল্পীর তুলিতে বঙ্গবন্ধু ও অন্যান্য সমকালীন বিষয় উঠে এসেছে, এখানে মোট ৫২ শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। আগামীতেও তারা এ ধরনের প্রদর্শনীর আয়োজন অব্যাহত রাখবেন। মানুষ ও মানবিকতার জয় হোক। বিশ^জুড়ে শিল্পীর তুলি, কবির কলমতো শান্তি ও সম্প্রীতির কথাই বলে। আয়োজক ‘বাংলাদেশ আর্টিস্ট গ্রুপ’ ছাড়াও মালায়েশিয়া, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আমেরিকা, থাইল্যান্ড ও নেপালের শিল্পীদের শিল্পকর্ম স্থান পায়। ফারজানা ইয়াসমিন, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, জি. এম. খলিলুর রহমান, সোনিয়া বিনতে হাসান, মাহফুজা বিউটি, রূপালী রায়, মাহবুব মোর্শেদ, সঞ্চিতা সাহা, শর্মিলা কাদের, এলহাম হক খুকু, এদের চিত্রকর্ম দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। মুজিব জন্মশত বর্ষে শিল্প সাহিত্যের নানা মাধ্যমে কাজ হচ্ছে। আর্টিস্ট গ্রুপের ‘মুক্তির দূত-২’ শীর্ষক এ আয়োজন সত্যি অনন্য আয়োজন বলা যায়। বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কিছু চিত্রকর্ম স্থান পেয়েছে। বিশেষ করে এলহাম হক খুকুর বঙ্গবন্ধু বিষয়ক ছবির কথা বলতে হয়। প্রদর্শনীতে জলরং, তেলরং, স্কেচ, ধাতব, পোড়া মাটি ও মিশ্রমাধ্যমের নানা কাজ স্থান পেয়েছে। সোনিয়া বিনতে হাসান এর ‘মুক্তি চাই’ শীর্ষক ছবিতে বিদ্যমান সমাজে নারীর অধঃপতিত নির্যাতিত অবস্থানকে দারুণভাবে তুলে ধরেছেন।
×