ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধ্যাপক আতিকুল দ্বিতীয়বার এনএসইউ’র উপাচার্য হলেন

প্রকাশিত: ১১:৫৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০

অধ্যাপক আতিকুল দ্বিতীয়বার এনএসইউ’র উপাচার্য হলেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক আতিকুল ইসলামকে গত ২৪ ফেব্রুয়ারি নর্থসাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য পদে দ্বিতীয়বারের মতো পুনর্নির্বাচিত করা হয়েছে। অধ্যাপক আতিকুল ইসলাম ২০১৬ সালে নর্থসাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিযুক্ত হন। এর আগে তিনি অস্ট্রেলিয়ার পার্থের এডিথ কোয়ান ইউনিভার্সিটির ব্যবসা ও আইন অনুষদের নির্বাহী ডিন এবং উপ-উপাচার্য (এনগেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেন। গত তিন দশক ধরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইউনিভার্সিটি অব সিডনি, এনএসডাব্লিউ, কার্টিন ইউনিভার্সিটি, ক্যানটারবেরি ইউনিভার্সিটি ও ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক আতিকুল ইসলাম গত ২৫ বছর ধরে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক প্রশাসনের দায়িত্ব পালন করেছেন। -বিজ্ঞপ্তি
×