ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের মামলা ৬ মাসের জন্য স্থগিত

প্রকাশিত: ১১:১৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দুদকের মামলা ৬ মাসের জন্য স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতায় আঘাতের অভিযোগ ওঠায় নানীর বাণী ও দি আরেফিন বই দুটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেছে হাইকোর্ট। এদিকে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ২০ জনের ব্যাংক হিসাব এবং পাসপোর্ট জব্দের নির্দেশ দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপীল বিভাগ। অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান আরশ হোসেনকে (৬) তার মা মারিয়া মিমের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তবে সিদ্দিক তার সন্তানকে সপ্তাহে দুদিন নিজের কাছে নিয়ে আসতে এবং সঙ্গে রাখতে পারবেন বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবী ছিলেন জেয়াদ আল মালুম। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় তারা অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে। আদালত ছয় মাসের জন্য মামলাটি স্থগিত করেছে।
×