ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৫ জনকে চেক প্রদান

প্রকাশিত: ০৯:৩৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০

৩৫ জনকে চেক প্রদান

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ চিকিৎসার জন্য সাতক্ষীরার ৩৫ জনকে দেয়া হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক সহায়তার চেক। বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল সংশ্লিষ্টদের হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ শাখা থেকে প্রদত্ত এই চেক তুলে দেন। ক্যান্সার, হাড় ক্ষয়সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত মানুষের পক্ষে সহায়তা চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এর ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩৫ জনের অনুকূলে ১৫ লাখ ৭০ হাজার টাকার চেক পাঠানো হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, সহকারী কমিশনার ইন্দ্রজিৎ সাহা ও উম্মে মুসলিমা উপস্থিত ছিলেন। ছয় দালাল গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৬ ফেব্রুয়ারি ॥ টাঙ্গাইল বিআরটিএ অফিসে বুধবার দুপুরে অভিযান চালিয়ে ছয় দালালকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। এর মধ্যে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়াসহ অপর তিনজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান এ দ-াদেশ দেন। এরা হলো- কালিহাতী উপজেলা বেড়িপটল গ্রামের ইসমাইল হোসেন, একই উপজেলার পাঁচ চারা গ্রামের আবদুস ছামাদ দেওয়ান , সদর উপজেলার নন্দ্রবালা গ্রামের আইয়ুব আলী রিপন , দেলদুয়ার উপজেলার পাঁচ বিধমহাটি গ্রামের বিনয় চন্দ্র সরকার । এছাড়াও ঘাটাইল উপজেলা সদরের সেলিম রেজা এবং একই উপজেলার মনিদহ গ্রামের এনামুল হক।
×