ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিট খাতের উদ্যোক্তাদের ইডিএফ ঋণ সীমা বাড়ল

প্রকাশিত: ০৯:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২০

নিট খাতের উদ্যোক্তাদের ইডিএফ ঋণ সীমা বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যাক-টু-ব্যাক এলসির (ঋণপত্র) দায় পরিশোধে নিটওয়্যার খাতের উদ্যোক্তাদের জন্য রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২৫ ফেব্রুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইডিএফ থেকে বর্তমানে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সদস্যরা দেড় কোটি ডলার পর্যন্ত সর্বোচ্চ ঋণ নিতে পারেন। এই সীমা বাড়িয়ে দুই কোটি ডলার করা হলো। এর মাধ্যমে বিকেএমইএ সদস্যরা তাদের বিনিয়োগ সক্ষতা বাড়াতে পারবেন। জানা গেছে, রফতানিনির্ভর উৎপাদনমুখী শিল্পের বিকাশ ও প্রসারে ইডিএফ থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ দিতে ইডিএফ গঠন করে বাংলাদেশ ব্যাংক। ১৯৮৯ সালে মাত্র তিন কোটি ডলার দিয়ে তহবিলটি গঠন করা হয়। বর্তমানে এ ফান্ডের আকার ৩৫০ কোটি ডলার। লন্ডন ইন্টার ব্যাংক অফার রেটের (লাইবর) সঙ্গে দুই শতাংশ সুদ যোগ করে ইডিএফের সুদ হার নির্ধারণ করা হয়। এই সুদহার সময়ে সময়ে পরিবর্তনও করে বাংলাদেশ ব্যাংক। জানা যায়, ব্যাক-টু-ব্যাক এলসির (ঋণপত্র) দায় পরিশোধে হিমশিম খাচ্ছেন নিটওয়্যার খাতের শিল্প উদ্যোক্তারা। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা ইডিএফ থেকে তাদের ঋণ সীমা বাড়ানোর আবেদন করেছিলেন।
×