ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই স্ত্রী নিয়ে

প্রকাশিত: ০৯:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০

দুই স্ত্রী নিয়ে

অস্ট্রেলিয়ার সিডনির একটি হাসপাতাল থেকে দুই স্ত্রী নিয়ে একটি বেবুন পালিয়ে গেছে। রয়্যাল প্রিন্স আলফ্রেড হসপিটালে ভ্যাসেকটমি অপারেশনের জন্য বেবুনটিকে নেয়া হয়েছিল। পার্কিং এরিয়া থেকেই বেবুন তিনটি চম্পট দেয়। আচমকা এ দৃশ্য ক্যামেরাবন্দী করে কয়েকজন পথচারী। নিউ সাউথওয়েলস রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বেবুনটি যেন নতুন বেবুনের জন্ম না দেয় সেজন্য ভ্যাসেকটমি করার জন্য হাসপাতালে নেয়া হয়েছিল, কোন বৈজ্ঞানিক গবেষণার জন্য নয়। - সিডনি মর্নিং হেরাল্ড জাপানাংলিশ জাপানে ইংরেজী ও জাপানী ভাষার মিশ্রণে তৈরি হচ্ছে নতুন ভাষা। কিয়োটোর রিয়োকোকু ইউনিভার্সিটির প্রফেসর জন ডজিল বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। জন্মসূত্রে ব্রিটিশ ডজিল ৩০ বছর ধরে জাপানে আছেন। এ সময় ধরে তিনি লক্ষ্য করেছেন জাপানের সাধারণ মানুষ ইংরেজী ও জাপানী মিলিয়ে নতুন একটি ভাষার জন্ম দিয়েছে, যেটি তার মতে ‘জাপানাংলিশ’ নাম দেয়া যেতে পারে। তবে এটি যে কোন দুভাষার মিশ্রণ তা নয়। - সিএনএন
×