ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কচুয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল

প্রকাশিত: ০৪:৫৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

কচুয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে চলাচল

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর ॥ উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের কড়ইয়া এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়েই ১০ গ্রামের মানুষ চলাচল করে আসছে। কড়ইয়া এলাকায় প্রবাহমান সুন্দীর খালের উপর নির্মিত বাঁশের সাঁকোটি দিয়ে কড়ইয়াসহ বরুচর, নাহারা, লতিফপুর, নোয়াগাঁও, নোয়াদ্দা, সিংআড্ডা ও পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার কালিয়ারচর ,গল্লাই ও নাবাবপুর এলাকার ২০ সহস্রাধিক জনগন জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে। বাঁশের সাঁকো ব্যবহার করে ওই এলাকার কোমলমতী শিক্ষার্থীরা স্কুল কলেজে যাতায়াত করে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। ওই এলাকার বসবাসরত জনগন কচুয়া, চান্দিনা, নবাবপুর, কুমিল্লা, চাঁদপুর ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতরে পথে প্রধান অন্তরায় বহু বছর ধরে ব্যবহার করে আসা বাঁশের সাঁকো। যার ফলে এলাকার মানুষের প্রয়োজনীয় মামামাল পারাপারে দুর্ভোগ পোহাতে হয় জনগনকে। চলাচলের অসুবিধার কারনে আধুনিকতার ছোঁয়া লাগেনি ওই এলাকার বসবাসরত সাধারণ জনগনের মাঝে। এলাকাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে অচিরে পাকা ব্রীজ নির্মাণের দাবি জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান, সরজমিনের পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×