ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে হেল্পলাইন ১০৯ ও ওসিসি’র কার্যক্রম শক্তিশালীকরণে সেমিনার

প্রকাশিত: ০৩:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

শেরপুরে হেল্পলাইন ১০৯ ও ওসিসি’র কার্যক্রম শক্তিশালীকরণে সেমিনার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ ‘মুজিববর্ষের প্রত্যয়, নারী ও শিশু নির্যাতন আর নয়’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ন্যাশনাল টোল ফ্রি ১০৯ এবং ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’র কার্যক্রম শক্তিশালীকরণে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের তুলশীমালা সম্মেলন কক্ষে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার নারী ও শিশুর অধিকার রক্ষায় বদ্ধপরিকর। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জেলায়-উপজেলায় ওসিসি’র পাশাপাশি জাতীয় টোল ফ্রি হেল্পলাইন ১০৯ চালু করেছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীরের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন,সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আশরাফুল আলম মিজান ও সাবিহা জামান শাপলা, জেলা তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, ঝিনাইগাতী ওসিসির প্রোগ্রাম অফিসার ফরিদুর রহমান, ব্র্যাক প্রতিনিধি ফারজানা মিল্কী, সাংবাদিক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে ওসিসি শেরপুর এর প্রোগ্রাম অফিসার অমিত শাহরিয়ার বাপ্পী ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের যাবতীয় সেবা প্রদান সংক্রান্ত একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দেসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
×