ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ঢাবির

প্রকাশিত: ১৩:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২০

নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ঢাবির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ শিক্ষা ছুটি শেষ করার পর কাজে যোগদান না করা ও নিজ আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় না গিয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার একাডেমিক পরিষদের সভায় এসব সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামান এই সভায় সভাপতিত্ব করেন। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে প্রভাষক পদে তিনজনকে নিয়োগ দিতে সিলেকশন বোর্ডের করা সুপারিশ নিয়ে প্রশ্ন উঠায় সুপারিশটি রিভিউ করতে পাঠিয়েছে সিন্ডিকেট। চাকরি হারানো শিক্ষকরা হলেন পপুলেশন সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আজমেরী ফেরদৌস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মিসেস ইয়াসমিন আকতার ও মোঃ মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রাদিয়া তাইসির। জানা গেছে, সমাজবিজ্ঞান বিভাগের আজমেরী ফেরদৌস পদত্যাগের আবেদন করেন। অন্য শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগ দেননি। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোর্সের বাইরে প্রচলিত সান্ধ্য কোর্সে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করেছে বিশ^বিদ্যালয় একাডেমিক কাউন্সিল। সান্ধ্য কোর্স সংক্রান্ত বিধিমালা প্রণয়নে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী পাঁচ সপ্তাহের মধ্যে বিধিমালা ও সুপারিশ প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে সান্ধ্য কোর্সের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
×