ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংলিশ প্রিমিয়ার লীগ, লিভারপুল ৩-২ ওয়েস্টহ্যাম ইউনাইটেড

আর চার জয় পেলেই চ্যাম্পিয়ন লিভারপুল

প্রকাশিত: ১২:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২০

আর চার জয় পেলেই চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ কার সাধ্য আছে লিভারপুলকে আটকাবে! এবার ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দ্য রেডসরা। এখন পর্যন্ত অপরাজিত থাকা দলটি আর মাত্র চার জয় অর্থাৎ ১২ পয়েন্ট পেলেই ১৯৯০ সালের পর ইংল্যান্ডের সবচেয়ে মর্যাদার আসরে শিরোপা জয়ের স্বাদ পাবে। উৎসবটা আরও আগেও হতে পারে। সেক্ষেত্রে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিকে হোঁচট খেতে হবে। অপ্রতিরোধ্য যাত্রায় সোমবার রাতে আরেকটি জয় পেয়েছে কোচ জার্গেন ক্লপের দল। তবে এবার সালাহ, মানেদের ঘাম ঝরাতে হয়েছে। ঘরের মাঠে সফরকারী ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। এ্যানফিল্ডে স্বাগতিকদের হয়ে গোলগুলো করেন জর্জিনিও উইজনালডুম, মোহাম্মদ সালাহ ও সাডিও মানে। এই জয়ে ২৭ ম্যাচ শেষে লিভারপুলের ভা-ারে জমা পড়েছে ৭৯ পয়েন্ট। দুইয়ে থাকা সিটির পয়েন্ট ৫৭। মাত্র ২৪ পয়েন্ট নিয়ে ২০ দলের মধ্যে ১৮ নম্বরে আছে ওয়েস্টহ্যাম। এখন লীগে বাকি থাকা ১১ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল। নিজেদের ঘরের মাঠে প্রথমে গোল করেও একপর্যায়ে ১-২ গোলে পিছিয়ে পড়েছিল ক্লপের দল। তবে খেই না হারিয়ে নিজেদের স্বাভাবিক খেলা ধরে রেখে শেষ পর্যন্ত কাক্সিক্ষত জয় তুলে নেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচের নবম মিনিটে লিভারপুলের হয়ে প্রথম গোলটি করেন জর্জিনিও উইজনালডুম। বেশ নাটকীয়ভাবেই হয় গোলটি। ডি বক্সের বাইরে থেকে নেয়া রবার্টো ফিরমিনোর শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে চলে যায় ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডের কাছে। এরপর ডানদিক থেকে এই ইংলিশ ডিফেন্ডারের বাড়ানো ক্রস হেডে জালে জড়িয়ে দেন উইজনালডুম। এগিয়ে থাকার আনন্দ মাত্র তিন মিনিট স্থায়ী হয় লিভারপুলের। ১২ মিনিটে ম্যাচে সমতা ফেরান ওয়েস্টহ্যামের ইসা ডিওপ। ম্যাচের প্রথমার্ধে হয়নি আর কোন গোল। বিরতির পর ৫৪ মিনিটে লিড নেয় ওয়েস্টহ্যাম। এবার দলের পক্ষে গোল করেন বদলি হিসেবে নামা পাওলো ফরনালস। ঘরের মাঠে পিছিয়ে পড়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় লিভারপুল। যার ফলও পায় হাতেনাতে। ৬৮ মিনিটে সালাহ এনে দেন সমতাসূচক গোল। আর ৮১ মিনিটের সময় দলের জয় নিশ্চিত করা গোলটি করেন সাডিও মানে। এই দুই তারকার গোলে চলতি লীগে টানা ১৮তম জয়টি তুলে নেয় লিভারপুল। এই জয়ে দুর্বার গতিতে ছুটে চলা লিভারপুল স্পর্শ করেছে দারুণ এক রেকর্ড। টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কীর্তিতে তারা স্পর্শ করেছে ম্যানচেস্টার সিটিকে। দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের সামনে হাতছানি এখন পরের ম্যাচ জিতে রেকর্ডটি শুধু নিজেদের করে নেয়ার। চলতি লীগে এ নিয়ে ২৭ ম্যাচের মধ্যে ২৬টিতেই জয় পেয়েছে লিভারপুল। মাত্র একটি ম্যাচে ড্র করেছে তারা। এখনও তাদের হারাতে পারেনি কোন দল। ২০১৭ সালে ম্যানচেস্টার সিটি রেকর্ড গড়েছিল টানা ১৮ ম্যাচ জিতে। লীগে নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার ওয়াটফোর্ডের মাঠে খেলতে যাবে লিভারপুল। ওই ম্যাচ জিতলে টানা জয়ের রেকর্ড নতুন উচ্চতায় পৌঁছে যাবেন সালাহ, মানেরা। শুধু তাই নয়, শিরোপার আরও কাছে পৌঁছে যাবে তারা। ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপ বলেন, দুই বছর আগে আমি মৌসুমের শুরুতে বলেছিলাম আমরা আমাদের নিজেদের গল্প লিখে যেতে চাই। আমরা নিজেদের ইতিহাস গড়তে চাই। ওই সময় যা বলেছিলাম তা পালনে ছেলেরা নিজেদের সেরাটা দিয়ে খেলে যাচ্ছে। এটা অবশ্যই বিশেষ এক প্রাপ্তি। যদিও পুরো পথটা মোটেই সহজ ছিল না। আমরা সবসময়ই দুর্দান্ত ম্যাচ, চমৎকার ম্যাচের পাশাপাশি কঠিন ম্যাচের কথাও বলেছি। দিন শেষে ফলাফলটাই মূখ্য হয়ে উঠেছে।
×