ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সালমান শাহ হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল

প্রকাশিত: ১১:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

সালমান শাহ হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল

কোর্ট রিপোর্টার ॥ জনপ্রিয় চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক সিরাজুল ইসলাম ঢাকা সিএমএম আদালতের ডেসপাস শাখায় এ প্রতিবেদন দাখিল করেছেন। আজ বুধবার সিএমএম আদালতে শনাক্তের জন্য এবং আগামী ৩০ মার্চ প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানির জন্য প্রতিবেদনটি উপস্থাপিত হবে বলে জানা গেছে। সোমবার ধানম-ির পিবিআই দফতরে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার। সেখানে বলা হয়, সালমান শাহকে কেউ হত্যা করেনি বা অত্মহত্যার প্ররোচণাও দেয়নি। তিনি মূলত চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাধিক আবেগপ্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালবাসা জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতার কারণেই আত্মহত্যা করেন।
×