ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে ইমাম হত্যায় একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

নারায়ণগঞ্জে ইমাম হত্যায় একজনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ রূপগঞ্জে মসজিদের ভেতর আব্দুল মজিদ মুন্সী নামে এক ইমামকে কুপিয়ে হত্যার ঘটনায় জহিরুল ইসলাম (৪১) নামে একজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদ-ে দ-িত এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের রায় দিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আনিসুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামি জহিরুল ইসলাম মাঝিপাড়ার প্রয়াত সাফর উদ্দিনের ছেলে। ১১শ’ কোটি টাকা দুর্নীতি মামলায় ক্রিসেন্ট গ্রুপের মালিকের জামিন কোর্ট রিপোর্টার ॥ এগারোশ’ কোটি টাকা দুর্নীতির চার মামলায় জামিন পেয়েছেন ক্রিসেন্ট গ্রুপের মালিক এমএ কাদের। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ প্রায় ১ বছর ধরে কারাগারে থাকা এ আসামির জামিনের আদেশ দিয়েছেন। গত বছর ৩১ জানুয়ারি এ আসামিকে গ্রেফতার করে আদালতে হাজির করা হলে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামির পক্ষে এ্যাডভোকেট হযরত আলীসহ কয়েকজন আইনজীবী জামিনের পক্ষে শুনানি করেন। জামিনের বিরোধীতাকারী দুদকের প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, আদালত পাসপোর্ট জমা দেয়ার মর্মে জামিন মঞ্জুর করা হয়েছে।
×