ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোবটের ব্যথা!

প্রকাশিত: ১১:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

রোবটের ব্যথা!

মানুষসহ সকল প্রকার প্রাণীর ব্যথার অনুভূতি রয়েছে অর্থাৎ আঘাত পেলে ব্যথা অনুভব করতে পারে। জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা খুবই বাস্তবধর্মী একটি শিশু রোবট তৈরি করেছেন, যেটি ব্যথা অনুভব করতে পারে। ‘আফেটো’ নামের এই রোবট প্রথম উন্মোচন করা হয়েছিল ২০১১ সালে, তবে বিজ্ঞানীরা এবার এতে বিশেষ ধরনের কৃত্রিম স্নায়ু সেন্সর যুক্ত করেছেন, ফলে রোবটটি এখন ত্বকে চাপের পরিবর্তন বুঝতে পারে। শিশু রোবটটি নরম স্পর্শ ও শক্ত স্পর্শ শনাক্ত করতে পারে এবং সে অনুযায়ী মুখে হাসি বা ভ্রƒ কুঁচকে বিরক্তির অভিব্যক্তি প্রকাশ করে। বিজ্ঞানী দলটির মতে, ব্যথা এমন একটা সিস্টেম যা আমাদেরকে রক্ষা করে। যখন আমরা ব্যথার উৎস সম্পর্কে বুঝতে পারি, তখন তা আমাদেরকে আঘাত না পেতে সাহায্য করে। সুতরাং অনুরূপ সিস্টেম রোবটের মধ্যে প্রোগ্রাম করা হলে, রোবট নিজে থেকে বিপজ্জনক কাজ বুঝতে ও ক্ষতি সম্পর্কে ধারণা পাবে। -জাপান টাইমস
×