ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘সো চিন টেন্ডুল কের’

প্রকাশিত: ০৯:২৩, ২৬ ফেব্রুয়ারি ২০২০

‘সো চিন টেন্ডুল কের’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ভারত সফরের প্রথম দিনে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ১ লাখ ১০ হাজার মানুষের সমাবেশে বক্তৃতা করেন। ভারতীয় কিছু নাম উচ্চারণ করতে গিয়ে তাকে বেশ বেগ পেতে হয়। যেমন ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকরের নাম উচ্চারণ করেন সো চিন টেন্ডুল কের, আরেক তারকা বিরাট কোহলিকে বলেন, ‘ভিরোট কুলি’। স্বামী বিবেকানন্দের নাম বলতে গিয়ে বলেন ‘সোয়ামি ভিভেকামান্ডান’। -গার্ডিয়ান গ্রেটার প্রতিদ্বন্দ্বী সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ সারাবিশ্বের জলবায়ু আন্দোলনকারীদের কাছে পরিচিত একটি নাম। জার্মান কিশোরী নাওমি সেইব মনে হয়ে এখন তার যোগ্য প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। ১৯ বছর বয়সী নাওমি ইতোমধ্যেই জলবায়ু বাস্তবতা বনাম জলবায়ু আতঙ্ক ইস্যু নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সিপিএসি চলতি মাসে তাদের এক সম্মেলনে নাওমিকে আমন্ত্রণ জানিয়েছে। নাওমি সেখানে গ্রেটা জলবায়ু নিয়ে যেসব উদ্বেগের কথা বলছে সেগুলোর জবাব দেবে। নাওমি এরই মধ্যে ‘এ্যান্টি গ্রেটা’ নামে পরিচিতি পেয়েছেন। -ডেইলি মেইল
×