ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মি টু’র জয় ॥ ওয়াইনস্টিন দোষী সাব্যস্ত

প্রকাশিত: ০৯:২২, ২৬ ফেব্রুয়ারি ২০২০

মি টু’র জয় ॥ ওয়াইনস্টিন দোষী সাব্যস্ত

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হলিউডি মোগল নামে পরিচিত সাবেক চলচ্চিত্র প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন। সোমবার সকালে নিউইয়র্কের একটি আদালত ৬৭ বছর বয়সী ওয়াইনস্টিনকে ধর্ষণের একটি ধারায় ও যৌন নিপীড়নের আরেকটি ধারায় দোষী সাব্যস্ত করেছে। ওয়াইনস্টিন সব অভিযোগ অস্বীকার করলেও তাকে ২০০৬ সালে সাবেক প্রোডাকশন এ্যাসিসট্যান্ট মিমি হাইলিকে যৌন নিপীড়ন এবং ২০১৩ সালে সাবেক অভিনেত্রী জেসিকা মানকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। আদালতের এই রায়ে প্রভাবশালী ব্যক্তিদের যৌন নির্যাতন ও হয়রানির মতো অপরাধের বিরুদ্ধে নির্যাতিত নারীদের প্রকাশ্যে অভিযোগ আনার ‘মি টু’ হ্যাশট্যাগ আন্দোলনের জয় হয়েছে বলে মত পর্যবেক্ষক মহলের। -বিবিসি অফিসে ফিরলেন মাহাথির দুই দিনের রাজনৈতিক অস্থিরতার পর নিজ কার্যালয়ে ফিরেছেন মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সে দেশের সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, মঙ্গলবার সকালে মালয়েশীয় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে দেখা গেছে। সোমবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠান মাহাথির। বিকেলে তার পদত্যাগপত্র গ্রহণের পর মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগং পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন। -এএফপি
×