ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ভারত সফর ॥ এড়িয়ে গেলেন সিএএ ও এনআরসি প্রসঙ্গ

প্রাধান্য পেল আনুষ্ঠানিকতা

প্রকাশিত: ০৯:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২০

প্রাধান্য পেল আনুষ্ঠানিকতা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৬ ঘণ্টার ভারত সফরে দুদেশের অর্জন উল্লেখযোগ্য তেমন কিছু ছিল না। এতে গুরুত্বপূর্ণ আলোচনার চেয়ে আনুষ্ঠানিকতা বেশি ছিল। ট্রাম্প সোমবার ভারতের মাটিতে পা রাখা মাত্রই দেশটির কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার বিশাল সমারোহে তাকে গুজরাটের রাজধানী আহমেদাবাদে নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে সংবর্ধনা দেয়। ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে এক লাখের বেশি আবালবৃদ্ধবনিতা উপস্থিত ছিল। খবর এনডিটিভি, বিবিসি ও এপির। এরপর ট্রাম্প ভারতের স্বাধীনতার নায়ক মহাত্মা গান্ধীর আশ্রম ও ভালবাসার চিরন্তক প্রতীক তাজমহল পরিদর্শন করেন। মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে মোদির প্রশংসায় পঞ্চমুখ হন। সোমবার গুজরাটের সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে ট্রাম্প যখন মোদির প্রশংসার খই ফোটাচ্ছিলেন ঠিক তখনই রাজধানী নয়াদিল্লীতে সিএএ বিরোধী বিক্ষোভে পুলিশ সাধারণ জনতার ওপর টিয়ারগ্যাস ও লাঠি চালাচ্ছিল। একই সময়ে ভারতের কলকাতা, হায়দ্রাবাদ ও গুয়াহাটি শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়। ট্রাম্প তার ভাষণে মোদির পাশাপাশি ভারতের বহুত্ববাদ ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে কথা বলেন। তবে বহুল প্রত্যাশিত নয়া নাগরিকত্ব আইন সিএএ এবং এনআরসি নিয়ে কোন কথা বলেননি। বিমানবন্দর থেকে ট্রাম্পের বিশাল গাড়ি বহর যখন স্টেডিয়ামের দিকে যাচ্ছিল তখন সড়কের চারপাশে দাঁড়িয়ে অন্তত এক কোটি মানুষ হাত নেড়ে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানায়। গোটা আহমেদাবাদজুড়ে শোভা পাচ্ছিল ট্রাম্প, মেলানিয়া ও মোদির বিশাল বিশাল পোস্টার। ট্রাম্প গান্ধী আশ্রমে একটি চাদর দেন ও খালিপায়ে পুরো আশ্রম ঘুরে দেখেন। তিনি এ সময় গান্ধীর ব্যবহৃত একটি চড়কা খানিক সময় ঘুড়িয়ে দেখেন। গত বছর যুক্তরাষ্ট্রের হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ট্রাম্প মোদির সঙ্গে যেভাবে আলিঙ্গন করেন, সোমবার নমস্তে ট্রাম্প অনুষ্ঠানেও একই চিত্র দেখা যায়। হাউডি মোদির চেয়ে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে শুধু লোকসংখ্যা বেশি ছিল। হাউডি মোদি অনুষ্ঠানে উপস্থিত ছিল ৫০ হাজার মানুষ আর নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিল একলাখ ১০ হাজার। ট্রাম্পের আগ্রা সফর ছিল আরও উৎসাহব্যঞ্জক। তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে ভারত সফরে এলেও তাজ দর্শন করেননি। সোমবার প্রায় গোধূলি বেলায় তাজমহল পরিদর্শন করে যারপরনাই খুশি হন মার্কিন প্রেসিডেন্ট। ১৭ শতকে নির্মিত ভালবাসার এই অমরর্কীতি ট্রাম্প ও মেলানিয়াকে মুগ্ধ করে। অমূল্য পাথর দিয়ে তৈরি তাজমহল দেখে ট্রাম্প বলেন, সত্যিই অসাধারণ স্থাপনা। সম্প্রতি মার্কিন সিনেটে অল্পের জন্য অভিশংসন থেকে রেহাই পান ট্রাম্প। আবার এ বছরের নবেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে তার এই ভারত সফরের অবশ্য অন্য উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে ব্যস্ত সময় পার করেন। ভারতের রাষ্ট্রপতি তার সম্মানে এক বিশাল ভোজ সভার আয়োজন করেন। একই দিন তিনি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর সঙ্গে দেখা করেন। তবে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য লড়াই অবসানের কোন ইঙ্গিত মেলেনি। সোমবার ট্রাম্প মোদির প্রশংসায় পঞ্চমুখ হলেও এক পর্যায়ে বলেন, মোদিকে সবাই ভালবাসে। তবে তিনি (মোদি) অত্যন্ত কঠিন হৃদয়ের। এর আগে ১৯৫৯ সালে আইসেন হাওয়ার ও ২০০০ সালে বিল ক্লিনটন তাজমহল পরিদর্শন করে ছিলেন। ট্রাম্পের সফর নিয়ে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসসহ অন্যরা সমালোচনা করেছে। কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ভারতের মাটি ব্যবহার করছেন ট্রাম্প। ট্রাম্পের সম্মানে আয়োজিত নৈশভোজ অনুষ্ঠান প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘কংগ্রেস ১৩৪ বছরের রাজনৈতিক দল। বিশ্বের সব গণতান্ত্রিক দেশেই এই দলের নেতারা স্বীকৃত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সম্মানে যে নৈশভোজের আয়োজন রাষ্ট্রপতি করেছেন তাতেই আমন্ত্রিত নন সোনিয়া গান্ধী। যা অপমানকর। তাই ওই নৈশভোজ প্রত্যাখ্যান করা ছাড়া কোন উপায় নেই।
×