ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত

প্রকাশিত: ১২:৪৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 চট্টগ্রামে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মহানগর সভাপতি শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার রাতে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। পেশায় চিকিৎসক ৫৩ বছর বয়সী শাহাদাত চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি। খবর বিডিনিউজের। মেয়র পদে শাহাদাতসহ ছয়জন মনোনয়ন চেয়েছিলেন। অন্যরা হলেন- নগর সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক কমিশনার নিয়াজ মুহাম্মদ খান ও মহিলা নেত্রী লুসি খান। আগামী ২৯ মার্চ অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করেছে রেজাউল করিম চৌধুরীকে। বিএনপির পার্লামেন্টারি বোর্ড সংসদের বগুড়া-১ আসনে উপনির্বাচনে একেএম আহসানুল তৈয়ব জাকির এবং যশোর-৬ আসনে উপনির্বাচনে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে। তিন প্রার্থীই বলেছেন, কারাবন্দী নেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে এই নির্বাচনে তারা অংশ নিচ্ছেন। তারা নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে ভোটে সেনা মোতায়েনের দাবিও জানান। বগুড়া-১ আসনের প্রার্থী জাকির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তার বয়স ৫৪ বছর। তিনি দুই দফায় সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। যশোর-৬ আসনের প্রার্থী আজাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি। তার বয়স ৫৬ বছর। একাদশ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন। এই দুটি আসনেও ২৯ মার্চ ভোট হবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপি অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান বৈঠকে ছিলেন।
×