ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শিরোপার হাতছানি দক্ষিণাঞ্চলের

প্রকাশিত: ০৯:৫৩, ২৫ ফেব্রুয়ারি ২০২০

  শিরোপার হাতছানি দক্ষিণাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম শ্রেণীর আসর বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ফাইনালে প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে বেশ চাপেই ফেলেছে বিসিবি দক্ষিণাঞ্চল। বাঁহাতি স্পিনার ও অধিনায়ক আব্দুর রাজ্জাক ৭ উইকেট শিকার করলে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ২৭৩ রানে। ২১৩ রানে তারা পিছিয়ে থাকলেও ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমেই হয়তো ভুল করেছে দক্ষিণাঞ্চল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে তারা তুলেছে ৮ উইকেটে ১২৫ রান। এরপরও শিরোপার স্বপ্নে বিভোর দক্ষিণাঞ্চল। কারণ ইতোমধ্যে ৩৩৮ রানের লিড পেয়েছে তারা। তাই বোলারদের দারুণ সাফল্যের পরও বেশ চাপে আছে পূর্বাঞ্চল। আগের দিন ৩ উইকেটে ১১০ রান করে শেষ করেছিল পূর্বাঞ্চল। রাজ্জাকের ঘূর্ণিতেই বিপদ দেখছিল তারা। সোমবার তৃতীয় দিন সেই রাজ্জাকের বিষাক্ত থাবাতেই বিপর্যস্ত হয়েছে পূর্বাঞ্চল। ২৭৩ রানেই গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। ৬ নম্বরে নেমে অনুর্ধ-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার তানজিদ হাসান তামিম ঝড় তোলেন। তিনি ৮৭ বলে ৭ চার, ২ ছক্কায় সর্বোচ্চ ৮২ রান করেন। রাজ্জাক ৭ উইকেট নেন। ২১৩ রানে এগিয়ে থাকার পরেও পূর্বাঞ্চলকে ফলোঅন করেনি দক্ষিণাঞ্চল। আবার ব্যাটিংয়ে নেমে পূর্বাঞ্চল পেসারদের দাপটে উল্টো চরম বিপর্যয়ে পড়ে তারা। তবু তৃতীয় দিনশেষে ৮ উইকেটে ১২৫ রান তুলে ৩৩৮ রানের বড় লিড পেয়েছে দক্ষিণাঞ্চল। ৮ নম্বরে নেমে মেহেদী ৬৮ বলে ৪ চার, ১ ছক্কায় ৪১ রানে অপরাজিত আছেন। মাহমুদুল্লাহ রিয়াদ প্রথম ইনিংসের (১ রান) পর আবারও ব্যর্থ হয়েছেন ১৭ রানে সাজঘরে ফিরে। তিন পেসার আবু হায়দার রনি ৪টি এবং হাসান মাহমুদ ও রুয়েল মিয়া ২টি করে উইকেট নিয়েছেন। স্কোর ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- ৪৮৬/১০; ১৩৯ ওভার (ফরহাদ ১০৩*, ফজলে রাব্বি ৮৬, শামসুর ৭৯, বিজয় ৭৬; আশরাফুল ২/১৩, সাকলাইন ২/৭৮, রুয়েল ২/৮৬) ও দ্বিতীয় ইনিংস- ১২৫/৮; ৩০.১ ওভার (মেহেদী ৪১*, মাহমুদুল্লাহ ১৭; রনি ৪/৫১, হাসান ২/২২, রুয়েল ২/২২)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ২৭৩/১০; ৮৬.৩ ওভার (তানজিদ ৮২, আফিফ ৪৭, পিনাক ৩৮; রাজ্জাক ৭/১০২, শফিউল ২/৭২)। *তৃতীয় দিনশেষে।
×