ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিয়ালকে মোকাবেলায় প্রস্তুত গার্ডিওলা

প্রকাশিত: ০৯:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 রিয়ালকে মোকাবেলায় প্রস্তুত গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ ইউরোপিয়ান ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে ম্যানচেস্টার সিটি। ফিনান্সিয়াল ফেয়ার প্লে’তে অনিয়মসহ নানান দুর্নীতির প্রমাণ পাওয়ার ফলেই ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়নদের নিষিদ্ধ করেছে উয়েফা। যদিওবা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেছে সিটিজেনরা। তবে নিষিদ্ধ হওয়ার আগে এই মৌসুমটাই সেরা সুযোগ পেপ গার্ডিওলার অধীনে ইউরোপ সেরার মুকুট পরার। সেই পথে সিটিজেনদের সামনে বড় বাধা এখন রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচে যে তাদের প্রতিপক্ষ এখন স্প্যানিশ জায়ান্টরা। বুধবার প্রথম লেগের ম্যাচেই সান্তিয়াগো বানার্ব্যু সফর করতে যাবে পেপ গার্ডিওলার শিষ্যরা। এই ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাসী ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ কোচ। কারণটাও স্বাভাবিক। কাতালান কোচ হিসেবে দারুণ সব অভিজ্ঞতা রয়েছে তার। তবে তার সবটাই প্রতিপক্ষ দলের খেলোয়াড় এবং কোচ হিসেবে। খেলোয়াড় জীবনে বার্সিলোনার জার্সিতে খেলেছেন গার্ডিওলা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই দ্বৈরথটা ছিল নিয়মিতই। এরপর বার্সিলোনার কোচ হিসেবেও ডাগআউটে থাকার দুর্দান্ত সব অভিজ্ঞতা রয়েছে তার। রিয়াল মাদ্রিদকে তাই বেশভালই চেনা এই কাতালান কোচের। যে কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা কেমন হবে? সেটাও জানা তার। এ প্রসঙ্গে গার্ডিওলা বলেন, ‘তাদের বিপক্ষে খেলোয়াড় এবং কোচ হিসেবে অনেকবার খেলেছি। এই ক্লাবটির ইতিহাস-ঐতিহ্যের ব্যাপারে সবসময়ই প্রশংসা করে এসেছি আমি। এই দলটিতে অনেক ভাল মানের খেলোয়াড় রয়েছে। তাদের বিপক্ষে খেলাটা যে কতটা কঠিন সেটাও আমার জানা।’ গার্ডিওলা এ সময় আরও বলেন, ‘আমি জানি না এই দলের কয়জন খেলোয়াড় কতবার ফাইনাল খেলেছে কিংবা কতবার এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেছে। আমাদের দলের সম্ভবত ক্লদিও (ব্র্যাভো, বার্সিলোনার জার্সিতে) চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে। তাছাড়া অন্য কোন খেলোয়াড় নেই যারা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো যোগ্যতা আমাদের রয়েছে। আমরা জিততেও পারি আবার হারতেও পারি তবে এই ১৮০ মিনিটে আমরা রিয়ালের বিপক্ষে সেরাটা ঢেলে দেয়ার চেষ্টাটা করতে পারি। প্রকৃতপক্ষে এটাই সত্যিকারের পরীক্ষা। আমরা যদি কোনদিন চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন দেখি তাহলে অবশ্যই এই দলের মুখোমুখি হতে হবে। সেটা হতে পারে আগে কিংবা একটু দেরিতে। এখন এটা শেষ ষোলোতে হচ্ছে। অন্যথায় কোয়ার্টার ফাইনাল অথবা সেমিফাইনাল কিংবা ফাইনালে হলেও তাদের মুখোমুখি হতে হতো। জানি, আমরা এই আসরের রাজার বিপক্ষে খেলতে যাচ্ছি। তাই আমাদের সেরাটাই ঢেলে দিতে হবে।’ এদিকে লেভান্তের বিপক্ষে শনিবার লা লিগার ম্যাচে ডান গোড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা এডেন হ্যাজার্ড। তার গোড়ালির হাড়ে চিড় ধরার বিষয়টি রিয়ালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আর এতেই ধারণা করা হচ্ছে পুরো মৌসুমেই হয়তো মাঠের বাইরে চলে যেতে হবে এই বেলজিয়ান তারকাকে। রিয়ালের জার্সি গায়ে প্রথম মৌসুমটাই ইনজুরির কারণে ভাল কাটল না হ্যাজার্ডের। বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর ম্যাচ ও আগামী সপ্তাহে বার্সিলোনার বিপক্ষে এল ক্ল্যাসিকোর ম্যাচ থেকে ইতোমধ্যেই ছিটকে গেছেন সাবেক চেলসি তারকা। এবারের মৌসুমে চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরোতে স্পেনে আসার পর মাদ্রিদের হয়ে মাত্র ১০টি লা লিগা ম্যাচে খেলেছেন হ্যাজার্ড। এর মধ্যে একটি গোল ও আরেকটি গোলে এ্যাসিস্ট করেছেন তিনি। হ্যাজার্ডের মাঠে ফেরার ব্যাপারে নির্দিষ্ট করে কোন সময় বলেনি মাদ্রিদ। তবে তার এই নতুন ইনজুরি বেলজিয়ামের জন্যও দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। শনিবার ম্যাচের পর মাদ্রিদের কোচ জিনেদিন জিদান বলেন ২৯ বছর বয়সী হ্যাজার্ডের ইনজুরি দেখে ততটা ভাল মনে হচ্ছে না। বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই তারকার অনুপস্থিতি পুরো দলের ওপরই প্রভাব পড়বে। গত সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে প্রায় তিন মাস পর মাঠে ফিরেছিলেন হ্যাজার্ড। কিন্তু নতুন করে এই ইনজুরিতে পুরো মৌসুমেই হয়ত তাকে বিশ্রামে চলে যেতে হবে।
×