ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় আন্তর্জাতিক হকির দুই আসর

প্রকাশিত: ০৯:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০২০

ঢাকায় আন্তর্জাতিক হকির দুই আসর

স্পোর্টস রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও এশিয়ান হকি ফেডারেশনের সহযোগিতায় আগামী ৪-১২ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আল-আরাফাহ ইসলামী ব্যাংক মেন্স জুনিয়র এশিয়া কাপ এ্যান্ড জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স ২০২০। টুর্নামেন্ট সামনে রেখে রবিবার অলিম্পিক সলিডারিটি কমিশন মেম্বার ও এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী দাতো তৈয়ব ইকরাম ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। একইদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়। এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরপরই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি। স্বাগত বক্তব্যে বাহফে সভাপতি বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট একটি বিশেষ তাৎপর্য বহন করবে। এই আসর সামনে রেখে সবার সহযোগিতা চাই আমরা। এএইচএফ প্রধান নির্বাহী তৈয়ব ইকরাম বলেন, শুধু এশিয়া নয়, আন্তর্জাতিক হকি অঙ্গনে বাংলাদেশ এখন একটি পরাশক্তির নাম। একই বছর এই দেশে জুনিয়র এশিয়া কাপ ও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে ফেডারেশন কর্মকর্তাদের একান্ত প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র এশিয়া কাপের নবম আসরে অংশ নিচ্ছে ১০ দল। যেখানে ২০১৫ সালে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপের আগের আসরে সেরা ৬ দল ভারত (চ্যাম্পিয়ন), পাকিস্তান (রানার্সআপ), দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া ও বাংলাদেশ সরাসরি অংশ নিচ্ছে। আর ২০১৯ সালে ওমানে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফ কাপ থেকে কোয়ালিফাই করেছে ৪টি দল (চীন, ওমান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান)। এই টুর্নামেন্টের সেরা তিন দল আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য ১৬ দলের এফআইএইচ জুনিয়র ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। হকির মাঠে শুধুই হাহাকার ॥ মার্চে অনুষ্ঠিতব্য সব জেলার অংশগ্রহণে জাতীয় চ্যাম্পিয়নশিপ লীগ বাতিল করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। পাঁচ মাস ধরে মেয়েদের ক্যাম্প বন্ধ। হচ্ছে না মেয়েদের স্কুল হকিও। নবেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া জাতীয় দলের নেই আর কোন খেলা। নতুন কমিটির দায়িত্ব পাওয়ার এক বছর না যেতেই এমন করুণ অবস্থা দেশের হকির। ফেডারেশন বলছে আর্থিক পৃষ্ঠপোষকতার অভাবে এমন অচলাবস্থা। শীঘ্রই সমস্যা সমাধানের উপায় নেই তাদের কাছেও। যে বাঁচাও হকি স্লোগান নিয়ে নির্বাচনে জিতেছিল মমিনুল হক সাঈদ-রশিদ শিকদার পরিষদ, তা এক বছর না পেরুতেই মিলিয়ে গেছে। নীলাভ টার্ফে হাহাকার। সারা বছর মাঠে হকি রাখার ঘোষণা দিলেও চলতি বছরই বন্ধ হয়ে গেছে বেশকটি টুর্নামেন্ট! মার্চে অনুষ্ঠিতব্য মেয়েদের স্কুল হকিও হচ্ছে না। অবাক হলেও সত্যি-নবেম্বরে চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া জাতীয় দলের আর কোন খেলা নেই। আর প্রিমিয়ার লীগ তো এখনও অনিশ্চিত। এই অচলাবস্থায় ফেডারেশনের জবাব একটাই। এ প্রসঙ্গে বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘সবকিছুর পেছনেই অর্থ লাগে। আমরা কোন ফান্ড পাইনি। কিছু স্পন্সর পেলে সারাবছর খেলা মাঠে রাখা সম্ভব।’ সাঈদ ক্যাসিনো কা-ে দেশ ছেড়ে যাওয়ার পর হকির এমন অবস্থা। তাহলে কি দেশের হকি কেবল ব্যক্তিকেন্দ্রিক? মেয়েদের হকির অবস্থা তো আরও করুণ। গত সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এএইচএফ কাপের পর মেয়েদের ক্যাম্প বন্ধ। কবে নাগাদ শুরু হবে, তা জানা নেই ফেডারেশনেরও। ইউসুফ আরও বলেন, ‘যে মেয়েরা এখানে খেলে, তাদের সবাই লেখাপড়া করে। তাদের সবকিছু বিবেচনা করেই আমাদের ক্যাম্পের তারিখ ফেলতে হয়।’ শীঘ্রই সমস্যা উতরে ওঠার কোন পথ নেই। এরই মাঝে ২৫ মার্চ থেকে ১২ দলের অংশগ্রহণে শুরু হচ্ছে বাংলাদেশ গেমস। আর জুনে অনুর্ধ-১৯ এশিয়া কাপই আপাতত ভরসা। তবে খেলা মাঠে না থাকায় হকির ভবিষ্যত নিয়ে শঙ্কিত জাতীয় দলের খেলোয়াড়রা। এ প্রসঙ্গে জাতীয় হকি দলের খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি বলেন, ‘আসন্ন বিশ্বকাপে টিমের সংখ্যা বেড়ে যাবে। আর আমরা না খেলার কারণে শুধু পিছিয়ে যাচ্ছি। সবার কাছে অনুরোধÑ সম্মিলিতভাবে চেষ্টা করে লীগটা শুরু করুন।’ হকি স্টেডিয়াম পরিদর্শন ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা, বাংলাদেশ হকি ফেডারেশনের ব্যবস্থাপনা ও এশিয়ান হকি ফেডারেশনের সহযোগিতায় আগামী ৪-১২ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আল আরাফাহ ইসলামী ব্যাংক মেন্স জুনিয়র এশিয়া কাপ এ্যান্ড জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স। এই টুর্নামেন্ট সামনে রেখে সোমবার গুলিস্তানের মওলানা ভাসানী হকি স্টেডিয়াম পরিদর্শন করেন অলিম্পিক সলিডারিটি কমিশন মেম্বার ও এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহী দাতো তৈয়ব ইকরাম। এ সময় হকি স্টেডিয়ামের ভিআইপি স্ট্যান্ড, মিডিয়া বক্স, আর্টিফিসিয়াল টার্ফ ও ড্রেসিংরুম পরিদর্শন করেন তিনি। একই দিন এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও বাহফের সহ-সভাপতি আব্দুর রশীদ শিকদার ও সাজেদ এ এ আদেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন, নির্বাহী সদস্য বদরুল ইসলাম দিপু, সাফায়েত হোসেন ডালিম, রফিকুল ইসলাম কামাল, জহিরুল ইসলাম মিতুলের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিদর্শনের পর দাতো তৈয়ব জানান, ‘মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ইতোপূর্ব অনেক আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, তাই এটি একটি পরীক্ষিত ভেন্যু। জুনিয়র এশিয়া কাপের আগে বেশকিছু প্রস্তুতি নিতে পারলে এই টুর্নামেন্টটি আরও আকর্ষণীয় হবে। যা হকি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে।
×