ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে তরুন ও কিশোরীর জেল

প্রকাশিত: ০৮:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০

বোয়ালমারীতে তরুন ও কিশোরীর জেল

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর ॥ ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সোমবার (২৪.০২.২০) বিকেলে তরুন ও কিশোরীকে জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। আদালত ও এলাকাবাসি সূত্রে জানা যায়, রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার সাংজুড়া গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে জসিম মিয়া (১৮) পাশের মধুখালী উপজেলার আশাপুর গ্রামের ১৫ বছর বয়াসি এক কিশোরীকে নিয়ে দুইদিন আগে বোয়ালমারী পৌর সভার ৪নং ওয়ার্ডে আমগ্রামের কথিত এক আত্মীয় বাড়ি উঠে। তারা পরিচয় দেয় স্বামী স্ত্রীর। সোমবার সকালে এলাকাবাসির নজরে আসলে স্থানীয়রা তাদের আটক করে ইউএনও অফিসে হাজির করে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ সালের ২৯৪ ধারায় ওই তরুনকে ২ মাস ও কিশোরীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।
×