ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মদ খেলে চলবে না যে বাইক

প্রকাশিত: ০৭:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০

 মদ খেলে চলবে না যে বাইক

মদপান করলে চলবে না, এমন একটি ইলেকট্রিক বাইক তৈরি করেছেন ভারতের উত্তরপ্রদেশের এক কলেজের শিক্ষার্থীরা। মোতিলাল নেহরু ইঞ্জিনিয়ারিং কলেজের ১৩ জন শিক্ষার্থী মিলে এই আবিষ্কার করেছেন। এই বিশেষ বাইকের নাম রাখা হয়েছে হাইব্রিড ইলেকট্রিক গারুন। চালক যাতে সুরক্ষিত থাকেন সে কারণে এই বাইকে লাগানো হয়েছে একটি বিশেষ সেন্সর। যদি কোন ব্যক্তি মদপানের পর এই বাইক চালানোর চেষ্টা করেন, তবে তিনি তা পারবেন না। এমনকি চালানো তো দূরের কথা মদপানের পর এই বাইক স্টার্টও করা যাবে না। এটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ২৫ হাজার রুপী। এই বাইকে মোট দু’জন ব্যক্তি বসতে পারবেন। -এনডিটিভি
×