ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে বসন্ত উৎসব

প্রকাশিত: ১২:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 মুন্সীগঞ্জে বসন্ত উৎসব

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে বসন্ত উৎসব হয়েছে। রবিবার সরকারী হরগঙ্গা কলেজ নিজস্ব মাঠে জাঁকজমক উৎসবের আয়োজন করে। উৎসবটিতে আলোচনা ছাড়াও নৃত্য, সঙ্গীত ও আবৃত্তিতে মেতে উঠে। শিক্ষার্থীরা বাসন্তী রংয়ের পোশকে অংশগ্রহণে ভিন্ন মাত্র যুক্ত করে। আয়োজনটিতে গ্রাম বাংলার প্রকৃত রূপ ফুটে উঠে। ফেকি, কাহাইল-ছিয়াসহ পিঠা-পুলি তৈরির সবই ছিল এই উৎসবে। কলেজের ১৫টি বিভাগসহ একাদশ ও দ্বাদশ মিলে একটি মোট ১৬টি স্টলে বসন্তের নানা রূপ ফুটে উঠে। পিঠা-পুলি ছাড়াও হরেক রকমের খাবারের পসরা ছিল আকর্ষণীয়। ফুলে দিয়ে অতিথি বরণেও ছিল আলাদা আকর্ষণের। এই উৎসবে দিনভর হাজার হাজার শিক্ষর্থীর অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ছিল উচ্ছ্বাসে ভরা। সবখানেই প্রাণের স্পন্দন।
×