ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে দুই ভবনের বর্ধিত অংশ উচ্ছেদ ॥ জরিমানা

প্রকাশিত: ১২:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 নারায়ণগঞ্জে দুই ভবনের বর্ধিত  অংশ উচ্ছেদ ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকায় নিয়ম বহির্ভূতভাবে বহুতল ভবন নির্মাণ করায় দুইটি ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দিয়েছে রাজউক। এছাড়াও দু’টি ভবনের মালিককে দশ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রুবেল নামে এক ব্যক্তিকে ৭ লাখ টাকা জরিমানাসহ ভবনের নিচতলা ভেঙ্গে দেয়া হয়েছে। একই সঙ্গে অজিত সাহার মালিকানাধীন অপর একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে একই অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা এবং বর্ধিত অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াসমিন আক্তারের নেতৃত্বে রবিবার বেলা সাড়ে এগারোটা থেকে বিকেল পর্যন্ত শহরের দেওভোগ এলএন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন রাজউক অথরাইজড অফিসার তৌফিকুর রহমান। রাজউক সূত্রে জানা গেছে, রুবেল রাজউক থেকে ১০তলা ভবনের প্ল্যান পাস করান। এই প্ল্যানে রাস্তার দিকে পর্যাপ্ত জায়গা ছাড়া এবং গাড়ি পার্কিং ব্যবস্থা রাখার কথা ছিল স্পষ্ট এবং প্ল্যানে নির্দিষ্ট একটি নক্সা করে দেয়া হয়েছিল। কিন্তু ভবন নির্মাণের ক্ষেত্রে ১০ তলার স্থলে ১১ তলা এবং কোন রকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। এমনকি রাজউকের প্ল্যানে যে নক্সা ছিল তাও মানা হয়নি। রাস্তার দিকেও ছাড়া হয়নি পর্যাপ্ত জায়গা। এমনই অভিযোগে রাজউক অভিযান চালিয়ে এর সত্যতা পায় এবং ভবন মালিক রুবেলকে ৭ লাখ টাকা জরিমানা এবং নিচতলার কিছু অংশ ভেঙ্গে দিয়ে বাকিটা নিজেদের দায়িত্বে ভাঙ্গার নির্দেশ দেন। একই সঙ্গে ১১ তলা পর্যন্ত না করার কড়া নির্দেশ আরোপ করা হয়।
×