ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চবি শিক্ষক সমিতির নির্বাচনে বিএনপিরও বিদায়

প্রকাশিত: ১২:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 চবি শিক্ষক সমিতির  নির্বাচনে বিএনপিরও বিদায়

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক রাজনীতিতে ক্রমেই নিষ্ক্রিয় হয়ে আসছে বিএনপি-জামায়াত বলয়। গত বছর চবির শিক্ষক সমিতির নির্বাচনে অংশ নেননি জামায়াতপন্থী শিক্ষকরা। বিগত ৩৪ বছরে এটাই ছিল প্রথম জামায়াতবিহীন নির্বাচন। তবে জামায়াত অংশগ্রহণ না করলেও ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর ব্যানারে আওয়ামীপন্থী হলুদ দলের বিপক্ষে নির্বাচন করেছিলেন বিএনপি সমর্থিত একদল শিক্ষক। তবে এ বছর শিক্ষক সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি সমর্থিত কোন প্যানেলই অংশ নিচ্ছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ প্যানেলে নির্বাচিত হতে যাচ্ছে আওয়ামীপন্থী হলুদ দল। রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, কর্মদিবস শেষ হওয়া পর্যন্ত হলুদ দলের বিপরীতে কেউই মনোনয়নপত্র দাখিল করেননি। ফলে ২০২০ সালের শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হতে যাচ্ছেন পদার্থবিদ্যার প্রফেসর এমদাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।
×