ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে বাস উল্টে মা-শিশু নিহত

প্রকাশিত: ১২:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২০

গাজীপুরে বাস উল্টে  মা-শিশু নিহত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে রবিবার একটি বাস উল্টে গৃহবধূ ও তার শিশু সন্তান নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতরা হলো- কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রার বোর্ডঘর এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম (৩৩) ও তার মেয়ে আরবি আক্তার (৯ মাস)। জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা হতে আজমেরী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রবিবার সকালে ঢাকা যাচ্ছিল। পথে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক নুরবাগ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের একপাশে উল্টে যায়। এতে বাস আরোহী ফাতেমা ও তার শিশু কন্যা আরবি ঘটনাস্থলেই নিহত এবং অপর ৬ জন আহত হয়। নীলফামারীতে শিশু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, সড়ক দুর্ঘটনায় জলঢাকায় তিন বছর বয়সের আল মোমিন নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। শনিবার রাতে নীলফামারী-জলঢাকা সড়কের বগুলাগাড়ি ব্রিজের পাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আল মোমিন বগুলাগাড়ি বারোঘরিয়া পাড়ার আশরাফুল হকের ছেলে। স্থানীয়রা জানান, অটোরিকসাযোগে বাড়ি থেকে তিনজন মিলে রাজারহাটে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রলি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় শিশুটি। এ সময় আহত হন শিশুর বাবা আশরাফুল হক (৩৫) ও অটোচালক আলমগীর হোসেন (৩৮)। বরিশালে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় শনিবার রাতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিটন সরদার (৩০) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বরিশাল-বানারীপাড়া মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা শেকেরহাট বটতলা এলাকায়। নিহত লিটন সরদার মাধবপাশা এলাকার কাঞ্চন সরদারের পুত্র ও মাধবপাশা বাজারে পোল্ট্রি মুরগির ব্যবসায়ী ছিলেন। বিমানবন্দর থানার এসআই আজমল হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, লিটন সরদার মোটরসাইকেল চালিয়ে মাধবপাশা বাজারের উদ্দেশে যাচ্ছিলন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মা-বাবার দোয়া নামের যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিটন সরদার নিহত হন।
×