ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাছাইয়ে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ১২:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 বাছাইয়ে এক প্রার্থীর  মনোনয়নপত্র  বাতিল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ ফেব্রুয়ারি ॥ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের উপ-নির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে রবিবার মনোনয়নপত্র বাছাইয়ের দিনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির কেন্দ্রীয় নেতা মোঃ মঞ্জুরুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির পরিচয়ে মনোনয়নপত্র দাখিল করলেও দলীয় মনোনয়নের কাগজপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বাছাইয়ের পর যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী উম্মে কুলছুম স্মৃতি, বিএনপির প্রার্থী ডাঃ মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি। রবিবার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই করা হয়। এ সময় বিএনপি প্রার্থী বিএনপির প্রার্থী ডাঃ মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে রিটার্নিং অফিসার মোঃ মাহবুবার রহমান জানান। আগামী ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মার্চ।
×