ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে পিতা হত্যার দায়ে ছেলেসহ ৪ জনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ১২:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২০

  টাঙ্গাইলে পিতা হত্যার দায়ে ছেলেসহ ৪ জনের মৃত্যুদন্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৩ ফেব্রুয়ারি ॥ মির্জাপুরে বৃদ্ধ আবদুল আওয়াল (৭০) হত্যা মামলায় ছেলেসহ ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। এছাড়াও আদালত প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দন্ডপ্রাপ্তরা হলো- মির্জাপুর উপজেলার বাঙ্গুরী দক্ষিণপাড়া গ্রামের নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিম উদ্দিন (৪০), একই গ্রামের জসিম মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪০) এবং মীর কুটিয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৫৫)। দন্ডপ্রাপ্ত আসামি সকলেই পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা যায়, আব্দুল আওয়াল মির্জাপুর উপজেলার বাঙ্গুরী দক্ষিণপাড়া গ্রামে বসবাস করতেন। বিগত ২০১৩ সালের ৩০ জুন রাত একটার দিকে নিজ বাড়িতে খুন হন আব্দুল আওয়াল। পরে নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলেকে আটক করে। জিজ্ঞাসাবাদে নিহতের ছেলে আসাদুজ্জামান মিয়া পুলিশকে জানায়, পিতার সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে অন্যদের সহায়তায় তাকে গলা কেটে হত্যা করি।
×