ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ১২:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সরিষা কাটাকে কেন্দ্র করে চরাঞ্চলের সুমার ঢালীকান্দি ও মান্দারতলী গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার আধারা ইউনিয়নের সুমার ঢালীকান্দি ও মান্দারতলীর দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এক পক্ষের দেলোয়ার হোসেন (৪০), জহিরুল হক বেপারি (৬০), পলি বেগম (২৫), রবিউল (২৬), সেরাজল হক বেপারি (৭০) এবং অপর পক্ষের সাবেক ছাত্রলীগ নেতা মকবুল ঢালী (৩২), ইউনুস ঢালী (৫০)কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত নিজাম ঢালী (৩৪), মনির (২৭), পারভেজ (২৮)কে প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানায়, মান্দারতলী গ্রামের দেলোয়ার হোসেন বেপারি ও ঢালীকান্দি গ্রামের হাকিম ঢালীর সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধকৃত জমির সরিষা কাটা কেন্দ্র করে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
×