ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন, যেন এক উৎসব

প্রকাশিত: ১১:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 স্টুডেন্টস কাউন্সিল  নির্বাচন, যেন  এক উৎসব

স্টাফ রিপোর্টার ॥ মাধ্যমিকের শিক্ষার্থীদের পর এবার নির্বাচনী উৎসবে শামিল হলো সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা। লক্ষ্য স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। তবে এটি কেবল নির্বাচন নয়, রীতিমতো নির্বাচনী উৎসব। আর এই উৎসবে শামিল হতেই রবিবার বিদ্যালয়ে এসেছিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৭৭ লাখ খুদে ভোটার। শিক্ষার্থীদের কোলাহলে মুখরিত ছিল রাজধানীসহ সারাদেশের ৬৩ হাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়। সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পা রেখেই তারা মেতে ওঠে উল্লাসে। নিজ নিজ স্কুলে নির্বাচনী উৎসবে শামিল হয়ে শিশুরা নিজেরই ভোট দিয়ে নির্বাচন করল নিজেদের প্রতিনিধি। নির্বাচন কমিশনার, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছে শিশুরাই। শৃঙ্খলা রক্ষায় কেউ কেউ হয়েছে র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্য। সরাসরি ভোটের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে সাতজন করে প্রার্থী নির্বাচিত হলো। যেখানে প্রার্থী ছিল আট লাখ ২৭ হাজার ৫৯৫ জন। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, প্রায় ৯৫ শতাংশ উপস্থিতি ছিল ব্যতিক্রমী এই উৎসবে। অধিদফতর জানিয়েছে, শিশুকাল থেকে গণতন্ত্র চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শিক্ষার্থীদের শ্রদ্ধাশীল হওয়া, ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা বৃদ্ধি, ঝরেপড়া রোধে সহযোগিতার লক্ষ্যে প্রাথমিকেও স্টুডেন্টস কাউন্সিল গঠনের গুরুত্ব অপরিসীম। গত ২০১০ সাল থেকে দেশের ১৯ জেলার ২০ উপজেলার ১০০ প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। এরপর ২০১৩ সাল থেকে সারাদেশের সকল উপজেলা/থানার প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন চালু করা হয়। এতে স্থানীয় জনসাধারণ, ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিপুল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। রবিবার দেশের ৬৩ হাজার চারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকেলে ফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ভোট দিতে পারে। মোট ভোটারের সংখ্যা ৭৬ লাখ ৬২ হাজার ৩৫২ জন। আর প্রার্থীর সংখ্যা আট লাখ ২৭ হাজার ৫৯৫ জন। তাদের মধ্যে চার লাখ ৪১ হাজার ২৮ জনকে ভোটের মাধ্যমে স্টুডেন্ট কাউন্সিল প্রতিনিধি হিসেবে নির্বাচন করে। রাজধানীতে কয়েকটি স্কুলের নির্বাচন পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা সচিব আকরাম আল হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মোঃ ফসিউল্লাহসহ অন্য কর্মকর্তারা। মহাপরিচালক নির্বাচনী উৎসবে সন্তোষ প্রকাশ করে বলেছেন, আসলেই এটা নির্বাচনের চেয়ে বেশি কিছুই। এটা যেন নির্বাচনী এক উৎসব। শিশুরা নির্বাচনী উৎসবে শামিল হয়ে ভোট দিয়ে গঠন করেছে স্টুডেন্টস কাউন্সিল। এই যে ছোট ছোট শিশু কিশোররা সারাদেশে অত্যন্ত সুন্দরভাবে উৎসবের মধ্য দিয়ে নির্বাচন করে ফেলল। কোথাও কোন সমস্যা হয়নি।
×