ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামিন পাওয়া খালেদার হক ॥ ফখরুল

প্রকাশিত: ১১:৪৬, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 জামিন পাওয়া  খালেদার  হক ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন পাওয়া তার হক বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আশা করছি খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালত থেকে সঠিক রায় আসবে। ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী জামিন খালেদা জিয়ার জামিন প্রাপ্য হক, অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে, সেই হক থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। আমরা সর্বোচ্চ আদালতকে বিশ্বাস করি। বিশ্বাস করি বলেই বার বার যাই। তাই আমরা আশা করি যে, আমরা ন্যায়বিচার পাব। ফখরুল বলেন, খালেদা জিয়াকে আটকে রাখার কোন আইনী বিধান নেই। বেআইনীভাবে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে। যেই মানুষটি জাতির প্রয়োজনে এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। আজকে সেই নেত্রী কারাগারে। আমরা আশা করব যে বিচার বিভাগ তাদের স্বাধীনতা রক্ষা করবে এবং সত্যিকার অর্থে খালেদা জিয়ার মামলার যে রায় হওয়া উচিত সেই রায় দেবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আসুন দেশের মানুষের চোখের ভাষা বোঝার জন্য সরকারকে বাধ্য করি এবং খালেদা জিয়াকে মুক্ত করে দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত করি। তিনি বলেন, এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এখন নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিলে দেশের রাজনৈতিক সঙ্কটের সমাধান হবে। সরকারকে উদ্দেশ করে ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আপনারা খুব উৎসব করে, অনেক ব্যয় করে মুজিববর্ষ পালন করছেন। কিন্তু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আটক করে রেখেছেন। আপনারা স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি করবেন, সেই ৫০ বর্ষপূর্তির সময় খালেদা জিয়াসহ ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মামলা থাকবে, বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাবেন।
×