ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চোরের ঘর থেকে গুলি ভর্তি বিদেশী পিস্তল উদ্ধার

প্রকাশিত: ১১:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 চোরের ঘর থেকে গুলি ভর্তি বিদেশী পিস্তল উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ চোর ধরতে গিয়ে চোরের ঘর থেকে গুলি ভর্তি ৭ দশমিক ৬ বোরের একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটি সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে থাকে। এ পিস্তল কোথা থেকে এল তা খতিয়ে দেখা হচ্ছে। রবিবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, চোরের ঘর থেকে চুরির এত পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। তা দেখে তাজ্জব হয়ে গেছে তারা। গ্রেফতারকৃত চোরের নাম মোহাম্মদ সোহান। শনিবার রাতভর অভিযান চালিয়ে মিরপুর পল্লবীর সোহানের শয়নকক্ষ থেকে পুলিশের ৭ দশমিক ৬ বোরের থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি রয়েছে। এছাড়া ৩০০ গ্রাম গাঁজা, নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, তিনটি চাকু, একটি ক্ষুর, দুটি স্ক্রু ড্রাইভার, লোহার তৈরি ছয়টি র‌্যাথ, দুটি রেঞ্চ, ২২টি চাবি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় সোহানের বাসা থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহান জানান, তিনি ভারতীয় টেলিভিশনের অপরাধ তদন্ত বিষয়ক সিরিজ ‘ক্রাইম পেট্রোল’ দেখে চুরিতে হাত পাকানোর কথা জানিয়েছেন। ডিসি সুদীপ্ত কুমার জানান, জিজ্ঞাসাবাদে সোহান বলেছে সে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত ক্রাইম পেট্রোল দেখে চুরিতে লিপ্ত হয়। সেখান থেকেই মূলত চুরির আধুনিক কলাকৌশল রপ্ত করে। সে দিনের বেলাতে চুরি করাকে বেছে নিত। প্রথমে দারোয়ানের গতিবিধি লক্ষ্য করতেন। এরপর বাসায় প্রবেশ করত। বাসায় দরজায় তালা মারা থাকলে বিশেষ যন্ত্রের মাধ্যমে তালা খুলত। সিসি ক্যামেরা নেই, এমন বাসা চুরির জন্য টার্গেট করত সে। গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ্ত জানান, গত ১৭ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকার আমিনুল ইসলামের বাসায় চুরি করে। সেদিন সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে আমিনুলের বাসার দরজার তালা ভেঙ্গে চুরি হয়।
×