ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু ১৫ মার্চ

প্রকাশিত: ১১:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু ১৫ মার্চ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৫ মার্চ শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। রবিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক কাজী এনাম আহমেদ তা জানিয়েছেন। এর আগে ৩, ৪ ও ৫ মার্চ অনুষ্ঠিত হবে দল বদল। মাঝে প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি থাকলেও ক্রিকেটারদের আন্দোলনের প্রেক্ষিতে আবারও পুরনো নিয়মে দল বদলের মাধ্যমে ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ হবেন ক্রিকেটাররা। এবারই প্রথম ডিপিএলে কোন বিদেশী খেলোয়াড় না খেলার নিয়ম চালু হচ্ছে। আর ৫০ ওভারের ফরমেটে এই লিস্ট ‘এ’ আসর শেষে সুপার লীগে ওঠা ৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে ডিপিএল টি২০। গতবার এই টি২০ আসরে খেলেছিল প্রিমিয়ার লীগের ১২টি দল। ১৯৭৮-৭৯ মৌসুম থেকেই ডিপিএলে বিদেশী ক্রিকেটার খেলেছেন। একটা সময় একাদশে ৩ জন বিদেশীও খেলেছেন। পরবর্তীতে তা কমিয়ে ২ জন বিদেশী খেলানোর নিয়ম চালু ছিল দীর্ঘ সময় ধরে। তবে গত আসরে আরও কমিয়ে ১ জন বিদেশী খেলানোর নিয়ম বেঁধে দেয় সিসিডিএম। এবার বিদেশী খেলানোর নিয়মই থাকছে না। এ বিষয়ে এনাম বলেন, ‘এই বছর শুরু হচ্ছে মার্চের ১৫ তারিখ। তার আগে ৩, ৪ ও ৫ তারিখে দল বদল তারিখ রেখেছি। যেহেতু জাতীয় দল তখন সিলেটে থাকবে, ওখানে একটা ব্যবস্থা রাখা হবে সিসিডিএমের পক্ষ থেকে।
×