ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসির ৪ গোলে শীর্ষে বার্সিলোনা

প্রকাশিত: ১১:৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 মেসির ৪ গোলে শীর্ষে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও রুগ্ন অবস্থা শুরু হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা লিগার শিরোপা পুনরুদ্ধারের মিশনে টানা দুই ম্যাচে হোঁচট খেয়েছে গ্যালাক্টিকোরা। নিজেদের সর্বশেষ দুই ম্যাচে এক ড্র ও এক হারে পাঁচ পয়েন্ট নষ্ট করেছে দলটি। এই সুযোগে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। শনিবার রাতে লিওনেল মেসির চার গোলে ভর করে বার্সিলোনা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সফরকারী এইবারকে। নুক্যাম্পে কাতালানদের অপর গোলদাতা আর্থার। আরেক ম্যাচে লেভান্তের মাঠে ১-০ গোলে হেরেছে অতিথি রিয়াল মাদ্রিদ। বর্তমানে ২৫টি করে ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৫৫। দুইয়ে নেমে আসা রিয়ালের পয়েন্ট ৫৩। গত বেশ কিছুদিন ধরেই খুব একটা গোল পাচ্ছিলেন না মেসি। সতীর্থদের দিয়ে গোল করালেও নিজে পাচ্ছিলেন না। অবশেষে গোল খরাই কাটাননি আর্জেন্টাইন অধিনায়ক, করেছেন একাই চার গোল। বার্সার হয়ে অভিষেকে নজর কেড়েছেন মার্টিন ব্রাথওয়েট। দলের শেষ দুটি গোলে ২৮ বছর বয়সী এই ড্যানিশ ফরোয়ার্ড অবদান রাখেন। একতরফা আধিপত্য বিস্তার করে খেলা বার্সাকে ম্যাচের ১৪ মিনিটে একক নৈপুণ্যে এগিয়ে নেন মেসি। মাঝমাঠে ইভান রাকিটিচের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোল করেন ক্ষুদে এই জাদুকর। এর ফলে ৩৯৮ মিনিট পর গোলের দেখা পান বর্তমান ফিফা বর্ষসেরা ফুটবলার। ৩৭ মিনিটে আর্টুরো ভিদালের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। দুই মিনিট পর পতিপক্ষ ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগান বার্সা অধিনায়ক। বাম পায়ের শটের গোলে চলতি আসরে নিজের তৃতীয় হ্যাটট্রিক পূরণ করেন ৩২ বছর বয়সী মেসি। এর ফলে লা লিগায় মেসির হ্যাটট্রিক সংখ্যা হয়েছে ৩৬টি। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিক ৩৪টি। বিরতির পর একাধিক সহজ সুযোগ নষ্ট হয় বার্সার। তবে শেষদিকে যেয়ে আরও দুই গোল আদায় করে তারা। ৮৭ মিনিটে মেসি নিজের ও দলের চার নম্বর গোল করেন। আর ৮৯ মিনিটে এইবারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর্থার। এই ম্যাচে পাঁচ গোল করার মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলের তালিকায় রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে গেছে বার্সিলোনা। এখন পর্যন্ত লা লিগায় বার্সিলোনার গোল হয়েছে ৬ হাজার ১৫১টি। আর রিয়ালের গোল ৬ হাজার ১৫০টি। চলতি আসরে কাতালানরা ২৫ ম্যাচে করেছে ৬২ গোল। রিয়াল করেছে ৪৬ গোল। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রায় ৬০ বছরের অপেক্ষার অবসান হবে বার্সিলোনার। লীগে মোট গোলের হিসেবে সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুম শেষে রিয়ালের চেয়ে এগিয়ে ছিল তারা। সেই আসর শেষে বার্সিলোনার গোল ছিল ১ হাজার ৯১৩টি, রিয়ালের ১ হাজার ৮৯৮টি। দুই দলের মধ্যে ব্যবধান সবচেয়ে বেশি ছিল ১৯৮৯-৯০ মৌসুম শেষে। ১৩৯ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। এক মৌসুমে দুই দলের মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য হলো ৪৬ গোল। ১৯৮৭-৮৮ মৌসুমে রিয়াল করেছিল ৯৫ গোল, বার্সিলোনা কেবল ৪৬টি। ১৯৬৬-৬৭ মৌসুমে দুই দলই করেছিল ৫৮ গোল করে। রিয়াল ও বার্সিলোনা লীগে দ্বিতীয় সর্বশেষবার সমান গোল করে ১৯৮০-৮১ মৌসুমে। সেবার দুই দল গোল করেছিল ৬৬টি করে। মেসি ও বার্সার মাইলফলকের ম্যাচের পর মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু জয় দূরে থাক, ৭৯ মিনিটে মোরালেস গোল করে লেভান্তেকে দারুণ জয় উপহার দেন। আর হতাশায় ডুবতে হয় গ্যালাক্টিকোদের। ম্যাচশেষে হতাশা প্রকাশ করেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
×